আন্তর্জাতিক ডেস্ক : দেশে করোনার সং'ক্র'মণ ছড়িয়ে পড়া রু'খতে দেখামাত্র গু'লির নির্দে'শ দিয়েছে উত্তর কোরিয়ার সরকার৷ এমনই চা'ঞ্চ'ল্যকর দাবি করেছেন দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা মার্কিন সেনাবা'হি'নী কম্যা'ন্ডার রবার্ট আব্রামস৷ চীন সীমান্ত দিয়ে যাতে কোনওভাবে করোনা ভাই'রাস উত্তর কোরিয়ায় ঢু'কতে না পারে, তা নি'শ্চিত করতেই এই নি'র্দে'শ জা'রি করেছে উত্তর কোরিয়া সরকার৷
এই মুহূর্তে উত্তর কোরিয়ার স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো প্রায় ভে'ঙে পড়েছে৷ তার মধ্যে করোনা সং'ক্র'মণ ছড়িয়ে পড়লে পরি'স্থিতি হাতের বাইরে বেরিয়ে যাবে৷ সেকথা মাথায় রেখেই এমন ক'ঠো'র প'দক্ষে'প নিয়েছে কিম জং উন সরকার৷ গোটা বিশ্বে করোনা সং'ক্র'মণ ছড়িয়ে পড়লেও এখনও উত্তর কোরিয়ায় কেউ এই সং'ক্র'মণে আ'ক্রা'ন্ত হয়েছেন বলে খবর নেই৷
করোনা সং'ক্র'মণ রু'খতে জানুয়ারি মাস থেকেই চীন সীমান্ত বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়া৷ সে দেশের সরকারি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জুলাই মাসে চূড়ান্ত স'ত'র্কতা জা'রি হয় উত্তর কোরিয়ায়৷ গোটা বিশ্বের থেকে বি'চ্ছি'ন্ন উত্তর কোরিয়া চীনের উপরে ভী'ষ'ণ ভাবেই নি'র্ভ'রশীল৷ ফলে চীন সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় চো'রাপথে জিনিসের আদানপ্রদান বেড়ে যায়৷ সূত্র : নিউজ ১৮