শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩৭:০৬

চীনের কাছ থেকে ইরানকে ফেরাতে উঠে পড়ে লেগেছে ভারত

চীনের কাছ থেকে ইরানকে ফেরাতে উঠে পড়ে লেগেছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সঙ্গে ইরানের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এটা কারোর অজানা নয়। পারস্পারিক এই সম্পর্কের কথা দুই দেশ বহুবার স্বী'কার করেছে। গত কয়েক মাস ধ'রে সেই সম্পর্কের ভাটা পরেছে চীনের সঙ্গে ইরানের মধ্যে ২৫ বছরের একটি ''কৌ'শলগত সহযোগিতার'' চু'ক্তি নিয়ে বোঝাপড়া চূড়ান্ত করে ফেলার পর।

এরই মধ্যে একটি ত'থ্য প্রকা'শ করেছে বিবিসি। তারা জানাচ্ছে ভারতের প্রতির'ক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত সপ্তাহে অনেকটা নীরবেই তেহরানে গিয়ে দিন কা'টিয়েছেন। ভারতের প্রতির'ক্ষামন্ত্রী রাজনাথ সিং তেহরানে নামেন মস্কোতে সাংহাই সহযোগিতা জোটের বৈঠকে যোগ দিতে যাওয়ার পথে।

আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মস্কো থেকে ফেরার পথে মঙ্গলবার সারাদিন কা'টিয়েছেন তেহরানে। নীরবে এই সফর নিয়ে সরকারীভাবে রিফুয়েলিং অর্থাৎ বিমানে তেল ভরার যু'ক্তি দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের দুই মন্ত্রী সেই তেল দুবাই বা আবুধাবিতে না ভরে তেহরানে কেন নামলেন?

আন্তর্জাতিক পর্যবে'ক্ষকদের মধ্যে কোনো দ্বি'মত নেই যে চি'রশ'ত্রু চীন এবং পাকিস্তানের সাথে ইরান যেভাবে ঘ'নি'ষ্ঠ হচ্ছে ভারত তাতে গভীর উ'দ্বি'গ্ন। এ বিষয়ে দিল্লির জওহারলাল নেহেরু ইউনিভারসিটির (জেএনইউ) আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক সঞ্জয় ভরদোয়াজ বলেন, চীনের সাথে ইরানের অর্থনৈতিক এবং কৌ'শলগত যে সম্পর্ক তৈরি হচ্ছে, তা নিয়ে ভারতের মাথাব্য'থা বাড়ছে।

তিনি বলেন, ভারতের কাছে ইরানের রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌ'শলগত গুরুত্ব অপ'রিসী'ম। ভারত কোনোভাবেই তা খো'য়াতে চায় না। আফগানিস্তান এবং মধ্য এশিয়ার বাজারে ঢো'কার জন্য ভারতের কাছে ইরানের গুরুত্ব বি'শা'ল। সে কারণেই ইরানের চাবাহার বন্দরের উন্নয়নে ঘ'নি'ষ্ঠভাবে জ'ড়িত হয়েছিল ভারত।

সেই সাথে সঞ্জয় বলেন, জ্বালানির জন্য এবং কাশ্মীর ইস্যুতে ইরানের মত প্রভা'বশালী একটি মুসলিম দেশের কাছ থেকে রাজনৈতিক সমর্থনের জন্য ভারত উ'দগ্রী'ব। কিন্তু এশিয়া ও মধ্যপ্রাচ্যে দ্রুত পরিবর্তনশীল ভূ-রাজনীতিতে ভারত ও ইরান যে ভিন্ন দুই মেরুতে অবস্থান নিয়েছে তা স্পষ্ট। বিশেষ করে যে দেশটি এখন ভারতের সবচেয়ে শ'ত্রু দেশে পরিণত হয়েছে সেই চীনের সাথে ইরানের যে ব্যা'পক অর্থনৈতিক এবং কৌশলগত ঘ'নি'ষ্ঠতা তৈরি হচ্ছে, তা ভারতের কাছে দু:'স্ব'প্ন।

তবে ইরান ও ভারতের মধ্যে দূরত্ব একদিনে তৈরি হয়নি। গত ১৫ বছরে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের অর্থনৈতিক এবং রাজনৈতিক ঘনি'ষ্ঠতা যত বেড়েছে, ইরানের সাথে ততই দূরত্ব বেড়েছে। সেই শূ'ন্যতা পূরণে ঢু'কে পড়েছে চীন। চীন এবং ইরান তাদের মধ্যে ২৫ বছরের একটি 'কৌ'শলগত সহযোগিতার' চু'ক্তি নিয়ে বোঝাপড়া চূড়া'ন্ত করে ফেলেছে বলে জানা গেছে। 

এই চু'ক্তিতে ইরানের তেল-গ্যাস, ব্যাংকিং, টেলিকম, বন্দর উন্নয়ন, রেলওয়ে উন্নয়ন এবং আরো অনেক গুরুত্বপূর্ণ খাতে চীন আগামী ২৫ বছরে কমপক্ষে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। চীনের আগ্রহে পাকিস্তানের সাথে ইরানের সম্পর্কে যেভাবে ঘনি'ষ্ঠতা তৈরি হচ্ছে তা ভারতের জন্য বাড়তি মাথাব্য'থা। সূত্র : বিবিসি বাংলা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে