শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫৪:০৩

মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন চুক্তি সম্পন্ন

মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন চুক্তি সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের প্রধান রাজনৈতিক দল হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন ব'ন্দী বিনিময় চু'ক্তি সম্পন্নে মিশর মধ্যস্থতা করছে বলে জানিয়েছেন হামাস নেতা ইসমাইল হানিয়াহ। গতকাল শুক্রবার বৈরুতে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতকালে একথা বলেন হামাসের রাজনৈতিক শাখা প্রধান ইসমাইল হানিয়াহ। 

মিশরের নিরা'পত্তা বাহি'নীর সদস্যদের গাজায় অবস্থান বিষয়ে জিজ্ঞাস করা হলে এ কথা জানান তিনি। ফিলিস্তিনের স্বাধীনতাকা'মী দল হামাসের নেতা ইসমাইল হানিয়াহ বলেন, ''নতুন করে ব'ন্দী বিনিময় চু'ক্তির সম্পন্নের শেষ পর্যায়ে পৌঁছতে পেরে আমরা মিশরের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের আশা, এ ক্ষেত্রে আমরা অনেক বড় কিছু করতে সক্ষম হব।''

ফিলিস্তিন ইস্যুতে মিশরের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে হানিয়াহ বলেন, ''মিশরের সঙ্গে তার দল হামাসের খুবই দৃঢ় ও স্থিতিশীল সম্পর্ক বিদ্যমান। আর ফিলিস্তিন ইস্যুতে কায়রোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মিশরের ভাইয়েরা বেশ কিছু বিষয় নিয়ে কাজ করছে। স'মঝো'তা, অ'বরো'ধ বিলু'প্তি, রাফাহ পথ পুনরু'দ্ধার এবং ব'ন্দী বিনিময়সহ আরো কিছু বিষয়ে কাজ চলছে।''

অবশ্য ইসমাইল হানিয়াহ ব'ন্দী বিনিময় বিষয়ে অগ্রগতি নিয়ে কোনো কিছু বলেননি। এর আগে মিশরের গোয়ে'ন্দা বিভাগের একটি প্রতিনিধি দল ইসরায়েলের উদ্দেশ্যে গাজা ত্যা'গ করে। ইসরায়েলের বিবৃতি মতে, ২০০৪ সালে গাজায় অ'বরো'ধ আরো'পের পর থেকে হামাস ইসরায়েলের চারজন সৈনিককে অ'পহ'রণ করেছে। সূত্র : আনাদোলু এজেন্সি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে