রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৩:২১:২০

সীমা'ন্তে আরও উত্তে'জনা, ভারতীয় সেনার শ্যু'টিং রে'ঞ্জে চলে এসেছে চীনা বাহি'নী!

সীমা'ন্তে আরও উত্তে'জনা, ভারতীয় সেনার শ্যু'টিং রে'ঞ্জে চলে এসেছে চীনা বাহি'নী!

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি সীমা'ন্তে উ'ত্তেজ'না প্র'শ'মনে ভারতের সঙ্গে ৫ দফা পরিক'ল্পনা বা'স্তবা'য়নের স'ম্ম'তি দেয় চীন। রাশিয়ার মস্কোয় দুই দেশের প্রতির'ক্ষামন্ত্রী এক বৈঠকে এই স'ম্ম'তি দেন। কিন্তু সেই আলোচনা ব্য'র্থ'তায় পরি'ণত হল।একদিকে আলোচনার নাটক, অন্যদিকে সীমা'ন্তে একের পর এক সেনা ব'হর মো'তায়েন। দ্বি'চা'রিতার খেলা ভালোই খেলে চ'লেছে চীন। 

ব্রিগেড ক'মা'ন্ডার স্ত'রের বৈঠক ফলপ্র'সূ না হওয়ার পর ফে'র একটা বৈঠকের আয়োজন করতে চাইছে ভারত। নয়াদিল্লির বক্তব্য আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁ'জে বের করা উচিত। কিন্তু সেপথে হাঁ'টতে রাজি নয় বেইজিং।
এদিকে গণমাধ্যমের প্রতিবে'দন বলছে সাঁজোয়া, অতিরিক্ত সেনা সীমা'ন্তে ম'জু'ত করছে চীন। পূর্ব লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ প্রা'ন্তে স্পা'নগর গ্যা'পে মো'তায়েন রয়েছে ভারতীয় সেনা। ভারতীয় সেনার শ্যু'টিং রে'ঞ্জে'র মধ্যে চলে এসেছে চীনা সেনারা। ফলে ভারতীয় সেনায় জা'রি করা হয়েছে চূ'ড়া'ন্ত স'তর্ক'তা। চীনা উ'সকা'নিতে কোনওভাবেই যেন ভারত পা না দেয়, সেই নি'র্দে'শ জা'রি করা হয়েছে।

আগস্ট মাসের ৩০ তারিখ থেকে গুরুং হিল ও মাগার হিলের মধ্যবর্তী স্পানগর গ্যা'পে অ'বৈ'ধভাবে সেনা মো'তায়েন করেছে চীন। প্যাংগং লেকের দক্ষিণ প্রা'ন্তে চুশুলের কাছে দ'খ'লদা'রী এই সেনা মো'তায়েনের মূল উদ্দেশ্য। দুই দেশই শ্যু'টিং রে'ঞ্জের মধ্যে দাঁড়িয়ে রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, প্যাংগং লেকের দক্ষিণ প্রা'ন্তের ওপর এখন উ'ড়ছে ভারতীয় পতাকা। চীনা সেনাকে পুরোনো অবস্থানে ফি'রিয়ে নিয়ে যেতে স'ক্ষ'ম হয়েছে ভারত। তবে পূর্ব লাদাখে এখনও বেশ কিছু এলাকায় নতুন করে ঘাঁ'টি তৈরি করেছে চীনা সেনারা। ভারতীয় গো'য়ে'ন্দা সূ'ত্রের খবর, প্যাংগং লেক এলাকায় নতুন করে সেনাছাউনি চোখে পড়েছে।

কৌ'শ'লগত দিক থেকে এই এলাকায় যে দেশ প্র'ভা'ব ধ'রে রাখতে পারবে, তারা সাম'রিক দিক থেকে এ এ'গিয়ে থাকবে। এই বিষয়টা মাথায় রেখেই স্পানগার লেকের দক্ষিণ প্রা'ন্তে ইতিমধ্যে একটি রাস্তা তৈরি করেছে চীন। যার মাধ্যমে চীনা সেনারা যাতায়াত করতে স'ক্ষ'ম।

সেখানে তৈরি হয়েছে চীনা সেনাঘাঁ'টিও। এই এলাকা থেকেই চীনা সেনাকে স'রে যাওয়ার কথা জানিয়েছিল ভারত। তবে তাতে যে তারা ক'র্ণপা'ত করেনি, তা বলাই বাহুল্য। তবে শুধু প্যাংগং লেকের দক্ষিণ প্রা'ন্তই নয়, স্পানগার গ্যা'প এলাকাও দ'খ'ল নিয়েছে ভারতীয় সেনা। এই এলাকা সেনা মু'ভমে'ন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র: কলকাতা২৪, সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে