রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৪:১৫:১৩

হঠাৎ শ্বাসক'ষ্ট, ফে'র হাসপাতালে ভর্তি অমিত শাহ

হঠাৎ শ্বাসক'ষ্ট, ফে'র হাসপাতালে ভর্তি অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক: ফে'র হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। শ্বা'সক'ষ্টজ'নিত সম'স্যার কারণে শনিবার রাতে তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এমস) হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এনডিটিভির।

জানা গেছে, দুই সপ্তাহ আগেই হাসপাতাল থেকে ছা'ড়া পেয়েছিলেন অমিত। করোনা সং'ক্র'মণের কারণে সেখানে ভর্তি ছিলেন তিনি। পরে শনিবার রাত ১১টার দিকে তার শ্বা'সক'ষ্ট দেখা দেয়। এর পরই অমিত শাহকে এমসে নিয়ে যাওয়া হয়। এমস হাসপাতালের পরিচালক রণদীপ গুলেরিয়ার নেতৃত্বে একটি চিকিৎসক দলের পর্যবে'ক্ষণে আছেন তিনি।

এর আগে গত ২ আগস্ট করোনা ভাইরাসে সং'ক্র'মিত হওয়ার খবর জানিয়ে টুইট করেছিলেন অমিত শাহ। এর পর গুরুগ্রামের মেদা'ন্ত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখান চিকিৎসার পর গত ১৪ আগস্ট টুইটারে অমিত জানান, তার কোভিড রি'পো'র্ট নে'গে'টিভ এসেছে। তবে সে সময় হাসপাতাল থেকে ছাড়া পেলেও নিজের বাসভবনে আইসো'লেশনে ছিলেন তিনি। এর চার দিন পরই ফে'র হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। ক্লা'ন্তি ও শরীরে ব্য'থার সমস্যার কথা জানিয়েছিলেন অমিত। 

গত ১৮ আগস্ট করোনা পরবর্তী চিকিৎসার জন্য তাকে এমসে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তির ১৩ দিন পর চিকিৎসকরা জানান, পু'রোপু'রি সুস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ৩০ আগস্ট এমস থেকে ছা'ড়া পান তিনি। তবে শনিবার রাতে আবারও তার শারীরিক সম'স্যা দেখা দেয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে