রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১০:২১

ব্রিটেনের আকাশে রাশিয়ার যু'দ্ধবিমান, তা'ড়া করলো টাইফুন

ব্রিটেনের আকাশে রাশিয়ার যু'দ্ধবিমান, তা'ড়া করলো টাইফুন

আন্তর্জাতিক ডেস্ক : দুটি রাশিয়ান যু'দ্ধবিমানকে মাঝ আকাশে তাড়া করল আএরএফ ফাই'টার জেট। স্কটল্যান্ডের উপকূলে এই ঘ'টনা ঘ'টেছে। ব্রিটেনের প্রতির'ক্ষা মন্ত্রণালয়ের দেয়া ত'থ্য অনুযায়ী, ব্রিটেনের আকাশসীমায় ঢু'কে পড়ে রাশিয়ার Tupolev Tu-142 যুদ্ধবিমান। এরপরই তা'ড়া করতে ছুটে যায় ইউরো ফাই'টার টাইফুন।

জানা গেছে, রাশিয়া থেকে ছুটে গিয়েছিল একটি অ্যা'ন্টি সাবমে'রিন ওয়া'রফে'য়ার এয়া'রক্রা'ফট। পরে ইউকে এয়ার ফোর্স জানায় যে তাদের বিমানবা'হি'নী নর্থ সি-র উপর মার্কিন এয়ার ফোর্স ও রয়্যাল নেদারল্যান্ড এয়ার ফোর্সের সঙ্গে বিশাল মহ'ড়া চালাচ্ছে। সেই ম'হ'ড়ায় শ'ত্রুপক্ষের ভূমিকায় রয়েছে ইউকে-র রয়্যাল এয়া'রফো'র্সের টাই'ফুন। প্রত্যেক তিন মাস অন্তর Exercise Point Blank নামে ওই মহ'ড়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে