রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১১:৪২

তুরস্কের সঙ্গে গোলমাল করলে পরিণতি ভালো হবে না : ফ্রান্সকে এরদোগানের হুঁ'শিয়ারি

তুরস্কের সঙ্গে গোলমাল করলে পরিণতি ভালো হবে না : ফ্রান্সকে এরদোগানের হুঁ'শিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁকে হুঁ'শিয়া'রি দিয়ে বলেছেন, তুরস্কের জনগণের সঙ্গে গো'লমা'ল করতে আসবেন না, পরিণতি ভালো হবে না। শনিবার ইস্তাম্বুল শহর থেকে টেলিভিশনে দেয়া এক ভাষণে এরদোগান এ কথা বলেন।

পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাসের অ'নুস'ন্ধান কার্যক্রম নিয়ে গ্রিসের সঙ্গে যখন তুরস্কের প্র'চ'ণ্ড সাম'রিক উত্তে'জনা চলছে তখন তিনি এ হুঁ'শি'য়া'রি উচ্চারণ করলেন। পূর্ব ভূমধ্যসাগরের দ্ব'ন্দ্বের ঘ'টনায় গ্রিসের পক্ষ নিয়েছে ফ্রান্স। এমনকি পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাস অ'নুস'ন্ধান এবং গ্রিসের সঙ্গে দ্ব'ন্দ্বে'র ঘ'ট'নায় তুরস্কের ওপর নি'ষে'ধা'জ্ঞা আ'রো'পের হু'ম'কি দিয়েছেন ম্যাক্রন। 

এছাড়া ইউরোপীয় দেশগুলোকে তুরস্কের বি'রু'দ্ধে ঐ'ক্যব'দ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। এ নিয়ে ন্যা'টোভুক্ত দুই সদস্য দেশ তুরস্ক ও ফ্রান্সের মধ্যে উত্তে'জনা বি'রা'জ করছে। পূর্ব ভূমধ্যসাগরের বি'ত'র্কিত এলাকায় তুরস্ক তেল-গ্যাস অ'নুস'ন্ধান কার্যক্রম চালাচ্ছে। এজন্য তারা গবেষণা ও অনুসন্ধান জাহাজ পাঠিয়েছে। অন্যদিকে, গ্রিস তুর'স্কের জাহাজকে ন'জ'রদারি করার জন্য তার সামরিক বা'হি'নীকে নির্দে'শ দিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে