সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪০:১৮

আদেন শহরের একজন চিকিৎসক বাদে অন্যরা পালিয়ে যান

আদেন শহরের একজন চিকিৎসক বাদে অন্যরা পালিয়ে যান

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে যখন প্রথম করোনাভাইরাস শনা'ক্ত হয়, তখন দেশটির আদেন শহরের একজন চিকিৎসক বাদে অন্যরা পালিয়ে যান। মূলত করোনাভাইরাসের ভ'য় ও পিপিই সংক'টের কারণে তারা পালিয়ে যান। খবর বিবিসি। 

কেবল ডা. জোহা ওই শহরে থেকেছেন করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য। মহামা'রির এই ছয় মাস ইয়েমেনের মানুষ কিভাবে পার করছে, তা জানার জন্য বিবিসির সংবাদদাতা আদেন শহরে যান। শহরটিতে যাওয়ার পর বিষয়টি জানতে পারেন তিনি।

জানা গেছে, গত ছয় মাসে জ'টিল-ক'ঠিন রোগে আক্রা'ন্ত বহু রোগীকে গু'রুতর অব'স্থায় চিকিৎসা দিয়েছেন ডা. জোহা। তার চিকিৎসায় সে'রে উঠেছে বহু রোগী।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে মাত্র দুই হাজার ১১ জন করোনা আক্রা'ন্ত হিসেবে শনা'ক্ত হয়েছে। এর মধ্যে সু'স্থ হয়ে উঠেছেন এক হাজার ২১২ জন। বর্তমানে আক্রা'ন্ত অবস্থায় আছেন ২১৬ জন। মোট পাঁচশ ৮৩ জন করোনা আক্রা'ন্ত হয়ে মা'রা গেছে দেশটিতে।

সারাবিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রা'ন্ত হিসেবে শনা'ক্ত হয়েছে দুই কোটি ৯১ লাখ ৮০ হাজার ৯০৫ জন। আর প্রাণহা'নি ঘ'টেছে নয় লাখ ২৮ হাজার ২৬৫ জনের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে