সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৪:৩৩

দিল্লিতে এবার মুসলিম ছাত্রনেতা গ্রে'ফতার

দিল্লিতে এবার মুসলিম ছাত্রনেতা গ্রে'ফতার

করোনাভাইরাসের মহামা'রি মধ্যে এবার ভারতের রাজধানী দিল্লিতে এক মুসলিম ছাত্রনেতাকে গ্রে'প্তার করেছে সে দেশের পুলিশ। দিল্লির সহিং'সতার উস্কা'নি দেওয়ার অভি'যোগ আনার হয়েছে তার বিরু'দ্ধে।

উমর খালিদ নামের এই ছাত্রনেতা মুসলিমদের প'ক্ষে সব সময় জো'রালো ভূমিকা পালন করে আসছেন। তার পক্ষের লোকজনের দা'বি শুধুমাত্র এই নির্যা'তিত মুসলিমদের পক্ষে সোচ্ছার ভূমিকা রাখার কারনে তাকে আট'ক করা হয়েছে।

জানা যায়, ভারতের রাজধানী দিল্লিতে সহিং'সতার ঘ'টনায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সদস্য উমর খালিদকে গ্রে'ফতার করেছে দিল্লি পুলিশ। গো'টা ঘ'টনায় উমরকে অন্যতম মূল ষ'ড়য'ন্ত্রকারী হিসেবে চিহ্নি'ত করেছে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। বেআইনি কার্য'কলাপ প্র'তিরো'ধ আইনে (ইউএপিএ) তার বিরু'দ্ধে মা'মলা দা'য়ের হয়েছে।

দিল্লি সহিং'সতার তদ'ন্তে বেশ কিছু দিন ধ'রেই দিল্লি পুলিশের ন'জরে ছিলেন উমর খালিদ। শাহিনবাগে সংশো'ধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরো'ধী আ'ন্দোলন চ'লাকালীন, সেখানে তিনি উ'স্কানিমূলক ভা'ষণ দিয়েছিলেন বলে অভি'যোগ। সেই নিয়ে গত ১ আগস্টও উমরকে এক দ'ফা জে'রা করে পুলিশ।

তার পর রোববার ফের উমর খালিদকে জিজ্ঞাসাবাদের জন্য ডে'কে পাঠানো হয়। সকাল থেকে টানা ১১ ঘণ্টা জে'রার পর, এ দিন তাকে গ্রে'ফতার করে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। পুলিশের দা'বি, আম আদমি পার্টির (আপ) সাবেক কাউন্সিলর তাহির হুসেনের সঙ্গে মিলে দা'ঙ্গার ষ'ড়'য'ন্ত্র ক'ষেছিলেন উমর। সূত্র : আনন্দবাজার পত্রিকা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে