সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪২:৫০

চীনের ইউহানের ল্যাবেই তৈরি হয়েছে করোনা ভাইরাস, প্রমাণ দেখাতে পারি : চীনা গবেষক ইয়ান

চীনের ইউহানের ল্যাবেই তৈরি হয়েছে করোনা ভাইরাস, প্রমাণ দেখাতে পারি : চীনা গবেষক ইয়ান

আন্তর্জাতিক ডেস্ক : ফের করোনা ভাইরাসের জন্ম বিত'র্কের আ'গুনে ঘি ঢা'ললেন ভাইরোলজিস্ট লি মেং ইয়ান। এক জনপ্রিয় টক-শো'তে এসে তিনি দাবি করলেন, নোভেল করোনা ভাইরাসের উৎ'সস্থল চীনা সরকারের ত'ত্বাব'ধানে থাকা ইউহানের ল্যাবরেটরিই। ভাইরাসটি যে মনুষ্যসৃষ্ট, তা প্রমাণ করার জন্য উপযুক্ত প্রমাণ তার কাছে আছে। আর তাই ত'ড়িঘ'ড়ি লি মেং ইয়ানকে চীন ছাড়তে হয়েছে। 

নইলে চীন সরকার তাকে খু'ন করতে পারত বলেও আ'শ'ঙ্কা প্রকাশ করেছেন ওই ভা'ইরো'লজি'স্ট। ভা'ইরো'লজি'স্ট লি মেং ইয়ানের জন্ম হংকংয়ে। তবে তিনি গবেষণার কাজ করতেন চীনে। চলতি বছরের শুরুতে তাকে চীন ছেড়ে পালাতে হয়েছিল। নিরা'পত্তার খাতিয়ে তিনি আপাতত মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছেন। একটি টক শো'তে বসে একের পর এক বি'স্ফো'রক দাবি করেন তিনি। আর তার দাবির পরই ফের একবার করোনা ভাই'রাসের জন্মবি'ত'র্ক ফের উ'সকে উঠেছে।

প্রসঙ্গত, গত বছরের শেষের দিক থেকে চীনের ইউহান প্রদেশে দা'বা'নলের মতো ছড়িয়েছে করোনা সং'ক্র'মণ। এরপর গোটা বিশ্বে ম'হামা'রীর আকার নিয়েছে কোভিড-১৯। বেজিংয়ের দাবি, প্রাকৃ'তিক উপায়ে ভাইরাসটির জন্ম হয়েছে। কিন্তু তা মা'নতে নারাজ গোটা বিশ্ব। অ'ধিকাং'শ দেশের অ'ভিযো'গ, প্রাকৃতিকভাবে নয়, চীনের গবেষণাগারেই তৈরি করা হয়েছে এই মা'র'ণ ভাইরাস। 

এদিকে, চীনের দাবি উড়িয়ে গবেষক ইয়ানের মন্তব্য, ইউহানের যে ল্যাব থেকে করোনা ভাইরাস ছড়িয়েছে, সেটি চীন সরকারের তত্বাবধানে ছিল। ওই ভা'ইরো'লজিস্টের আরও দাবি, করোনা সং'ক্র'মণ নিয়ে লাগাতার মিথ্যা বলেছে চীন সরকার। গত বছরের শেষে চীনের পূর্বাঞ্চলে প্রথমে নিউমোনিয়া থেকে এই রোগ ছড়িয়েছিল। প্রথমদিকে এই রোগ নিয়ে গবেষণাকারীদের মধ্যে একজন ছিলেন ইয়ান। কিন্তু যখন রোগীর সংখ্যা বাড়তে শুরু করে তখন তাকে চু'প করে থাকতে বলা হয়। 

প্রা'ণনা'শের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ইয়ান আরও বলেছেন, ''করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স মানুষের ফিঙ্গারপ্রিন্টের মতো। আমি প্রমাণ দিয়ে মানুষকে বুঝিয়ে দিতে পারব যে চীনের ল্যাবেই এই ভাইরাস তৈরি হয়েছে। জীববিজ্ঞানের জ্ঞান না থাকলেও যে কেউ তা বুঝতে পারবে। এবং নিজেরাই তা বিচার করতে পারবেন।'' সূত্র : সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে