ভারতের সাথে কাঁপল চীন
আন্তর্জাতিক ডেস্ক : আজ শনিবার সকালে ভারতরে উত্তরাঞ্চলে মৃদু ভূ-কম্পন অনুভূত হল। ভারতের সাথে এই ভূমিকম্প অনুভূত হয় চীনেও। নয়াদিল্লির আবহাওয়া অফিস সূত্রে জানানো হয়, রিখটার স্কেলে ৫.৮ মাত্রায় এই কম্পন অনুভূত হয়েছে। অন্য দিকে, মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানায়, কম্পনের মাত্রা ছিল ৫.৩। টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
জানা গিয়েছে, এই ভূমিকম্পের উত্পত্তিস্থল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা। তবে এখনও পর্যন্ত এই কম্পনের কারণে কোনও ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। এদিকে, চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার CENC জানিয়েছে, উত্তর-পূর্ব চীনের মুদাঞ্জিয়াং শহরে এদিন ভূমিকম্প হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.৪। স্থানীয় সময় রাত ১২টা ২২-এ এই ভূ-কম্পন অনুভূত হয়।
২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�