বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৫:১৪:০৫

আমিরাত-বাহরাইনের সঙ্গে শান্তিচুক্তি করেই গাজায় ব্যা'পক হা'মলা শুরু ইসরাইলের

আমিরাত-বাহরাইনের সঙ্গে শান্তিচুক্তি করেই গাজায় ব্যা'পক হা'মলা শুরু ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি বা'হি'নী এবং অ'বরু'দ্ধ গাজার স'শ'স্ত্র শা'সকগো'ষ্ঠী হামাসের পা'ল্টাপা'ল্টি হা'ম'লায় আবারো উ'ত্ত'প্ত মধ্যপ্রাচ্য। আমিরাত এবং বাহরাইন ইসরাইলের সঙ্গে কূ'টনৈ'তিক সম্পর্ক স্বাভা'বিকক'রণে ইসরাইলে রকেট ছোঁ'ড়ে হামাসের সদস্যরা।

জবাবে বুধবারের প্রথম প্রহরে অ'বরু'দ্ধ গাজা ভূ'খ'ণ্ডে বিমান নিয়ে ঢু'কে পড়ে ইসরাইলি বা'হি'নী। বেইত লাহিয়া দেইর আল-বালাহ'তে কয়েক দফা বিমান ব্যা'পক হা'মলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষ'তিগ্র'স্ত হয়, জানিয়েছে ফিলিস্তিনী গণমাধ্যম ওয়াফা।

ইসরাইল জানিয়েছে, ফিলিস্তিনের ইসলামপ'ন্থি রাজনৈতিক গো'ষ্ঠী হামাস নিয়'ন্ত্রিত গাজায় তারা প্রায় ১০টি বিমান হা'ম'লা চালিয়েছে। গাজার যেসব ল'ক্ষ্যব'স্তুতে হা'মলা চালানো হয়েছে তার মধ্যে একটি অ'স্ত্র ও বি'স্ফো'রক তৈরির কারখানা এবং রকেট পরীক্ষা ও প্রশি'ক্ষণের জন্য হা'মাসের ব্যবহৃত একটি ক'ম্পা'উ'ন্ড রয়েছে।

বুধবার ইসরাইলকে স'ত'র্ক করে হামাস জানিয়েছে, সাধারণ ফিলিস্তিনিদের উপর কোন ধ'রনের হা'মলা হলে ইসরাইলকে চ'ড়ামূ'ল্য দিতে হবে। উভয় পক্ষের পা'ল্টাপা'ল্টি হা'ম'লায় কোন হ'তাহ'তের খবর জানায়নি। মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ইসরাইলের সঙ্গে ঐতিহাসিক কূ'টনৈ'তিক সম্পর্ক স্থাপনে চু'ক্তি সই করে দুই আরব রাষ্ট্র। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে