বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪৬:২৩

বাবরি মসজিদ ভা'ঙা মামলার রায় ৩০ সেপ্টেম্বর, বিজেপির তিন নেতাকে হাজিরের নির্দেশ

বাবরি মসজিদ ভা'ঙা মামলার রায় ৩০ সেপ্টেম্বর, বিজেপির তিন নেতাকে হাজিরের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : বাবরি মসজিদ গু'ড়িয়ে দেয়ার রায় আগামী ৩০ সেপ্টেম্বর। ২৮ বছর আগে উ'গ্র হিন্দুত্ববা'দীরা মসজিদটি গু'ড়িয়ে দেয়। ওই ঘ'টনায় পা'ল্টে যায় ভারতে রাজনৈতিক এবং সামাজিক নানা প্রে'ক্ষাপ'ট। ৩০ সেপ্টেম্বর বিশেষ সিবিআই বিচারক এসকে যাদব রায় ঘোষণা করবেন।

বিজেপির জ্যেষ্ঠ নেতা লালকৃষ্ণ আদভানি, মুরলি মনোহর জোশি এবং উমা ভারতীকে রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকার নির্দে'শ দিয়েছেন তিনি। ১৯৯২ সালের ডিসেম্বরে গু'ড়িয়ে দেয়া হয় ১৫ শতকের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ। এই হা'ম'লার নেতৃত্ব দেয়ায় অ'ভিযু'ক্ত বিজেপির শীর্ষ এ তিন নেতা।

বাবরি মসজিদ ভা'ঙার সঙ্গে জড়িত হিন্দু'ত্ববা'দীদের ধা'রণা, রাম মন্দিরের ধ্বং'সস্তূ'পের উপর বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছে। ২৪ জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হা'জিরা দিয়ে মসজিদ গু'ড়িয়ে দেয়ার অ'ভিযো'গের বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন ৯২ বছর বয়সী আদভানি।

আদভানির আগের দিন নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন ৮৬ বছর বয়সী জোশি। উভয়ে অ'ভিযো'গ অ'স্বী'কার করেছেন। জুলাইতে উমা ভারতী গণমাধ্যমকে জানিয়েছিলেন, মামলায় রায়ে যাই আদেশ দেয়া হোক তাতে কিছু যায় আসে না। যদি আমাকে ফাঁ'সিও দেয়া হয় তাতে আমি খুশি। কারণ আমি আমার জন্মস্থানকে ধন্য করতে পেরেছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে