আন্তর্জাতিক ডেস্ক : রীতিমতো যু'দ্ধের বার্তা দিয়ে চীনকে হুঁ'শিয়া'রি দিল ভারত। শীতের লাদাখেও পুরোদমে যু'দ্ধের জন্য প্রস্তুত ভারতীয় সেনা বলে জানানো হয়েছে দেশটির সেনাবা'হি'নীর পক্ষ থেকে। বুধবার দেশটির সেনাবা'হি'নীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় সেনা পুরোদমে প্রস্তুত এবং পূর্ব লাদাখে শীতেও পুরোদমে যু'দ্ধের জন্য স'ক্ষ'ম তারা।
সম্প্রতি চীনা সরকারের মুখপাত্র গ্লো'বা'ল টাইমসের এক রিপো'র্টে উল্লেখ করা হয় যে ভারতের বা'হি'নী সেভাবে দক্ষ নয়, শীতকালে ল'ড়া'ই চালাতে পারবে না। তারই পা'ল্টা জ'বা'ব দিয়েছে ভারতীয় সেনাবা'হি'নীর নর্দার্ন ক'মা'ন্ড। নর্দার্ন কমা'ন্ডের এক মুখপাত্র বিবৃতিতে বলেছেন, এটা উপে'ক্ষা করাই ভালো। ভারতীয় সেনাবা'হি'নী পুরোদমে প্রস্তুত এবং পূর্ব লাদাখে শীতেও পুরোদমে যু'দ্ধের জন্য স'ক্ষ'ম।
বিবৃতিতে তিনি আরো বলেন, ভারত শান্তিপ্রিয় দেশ এবং প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে আগ্রহী। কূ'টনৈ'তিক আলোচনার মাধ্যমে সম'স্যা সমাধান চায় ভারত। পূর্ব লাদাখে চীনের সঙ্গে সীমান্ত বিবা'দ মে'টাতে যখন আলাপ-আলোচনা চলছে, সেসময়ই সাম'রিক স্তরে সবরকম প্রস্তুতি রাখা হচ্ছে এই দীর্ঘ অচ'লাব'স্থার জন্য।
ভারতের নর্দার্ন কমা'ন্ডের মুখপাত্র আরো বলেছেন, সাধারণত তাপামাত্রা মাইনাস ৩০-৪০ ডিগ্রি সেলসি'য়াসে নেমে যায়। ঠান্ডা বাতাস আরো বি'প'জ্জ'নক হয়ে পড়ে সেনাবা'হি'নীর জন্য। বরফে রাস্তা ব'ন্ধ হয়ে যায়। কিন্তু এসবের পরও ভারতীয় সৈনিকদের শীতে ল'ড়া'ই চালানোর দারুণ অভিজ্ঞতা রয়েছে এবং তারা মান'সিকভাবে এ জন্য প্রস্তুত। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।