আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ মানবাধিকার পরিষদের বৈঠকে পাশ্চাত্যের ২৯টি দেশ মানবাধিকার ল'ঙ্ঘনের জন্য সৌদি আরবের ক'ঠোর সমালোচনা করেছে। এছাড়া, প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হ'ত্যার সঙ্গে সৌদি আরবে যেসব নাগরিক জ'ড়িত তাদেরকে শা'স্তির আওতায় আনার দা'বি জানিয়েছেন এসব দেশ।
জাতিসংঘ মানবাধিকার পরিষদে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত কারস্টেন স্টাউর গতকাল মঙ্গলবার একটি বিবৃতি পড়ে শোনান যাতে ২৯টি দেশ সৌদি আরবের বিশিষ্ট সাংবাদিক জামাল খাশোগি হ'ত্যার ন্যায়বিচার দা'বি করেছে। এসব দেশ আবারো বলেছে, স্বচ্ছতার সঙ্গে বিচার করতে হবে এবং যারা এই ব'র্বর হ'ত্যাকা'ণ্ডের জন্য দা'য়ী তাদেরকে যথাযথ শা'স্তির আওতায় আনতে হবে।
২০১৮ সালের অক্টোবর মাসে তুরস্কের ইস্তাম্বুল শহর সৌদি কনস্যুলেট ভবনে জামাল খাশোগিকে ব'র্বরভাবে হ'ত্যা করা হয়। এরপর এই নিয়ে তিনবার এসব দেশ যৌথভাবে ওই হ'ত্যাকা'ণ্ডের বিরু'দ্ধে যৌথ বিবৃতি দিল।
গতকালের বিবৃতিতে এসব দেশ সৌদি আরবে আরো নানা ধরনের মানবাধিকার ল'ঙ্ঘনের জন্য সরকারের সমা'লোচনা করে। বিবৃতিতে তারা বলেছে, সৌদি আরবে নি'র্যা'তন, উদ্দেশ্যমূলক আট'ক, গু'ম এবং বিচারবিহীন আ'টকাদেশের যেসব ঘ'ট'না সৌদি আরবে ঘ'টছে তাতে আমরা গভীরভাবে উদ্বি'গ্ন।
সুইডিশ রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবে কিছু সং'স্কার করা হলেও দেশটিতে সাংবাদিক ও মানবাধিকার কর্মীসহ অনেকেই নি'র্যাত'ন এবং গু'মের শি'কার হচ্ছে। অনেককে চিকিৎসা নিতে কিংবা তাদের পরিবার-পরিজনের সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না। সূত্র : পার্সটুডে।