বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৭:২৫

পশ্চিমবঙ্গ কাশ্মীর হয়ে যাচ্ছে, সংসদে লকেট চ্যাটার্জী

পশ্চিমবঙ্গ কাশ্মীর হয়ে যাচ্ছে, সংসদে লকেট চ্যাটার্জী

আন্তর্জাতিক ডেস্ক : রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বি'রু'দ্ধে ফের মুখ খুললেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী। বুধবার সংসদে তিনি বললেন, 'পশ্চিমবঙ্গ কাশ্মীর হয়ে যাচ্ছে।' এদিন সংসদে তেলেনিপাড়ার ঘ'টনার কথা উল্লেখ করেন তিনি। 

লকেট বলেন, তিনি দাবি করেন, তার অ'ভিযো'গ শুনে বিরো'ধীরা তাকে সা'ম্প্রদা'য়িকও বলতে পারে। এমনকি তেলেনিপাড়ায় তাকে ও অর্জুন সিংকে ঢু'কতে বা'ধা দেওয়া হয় বলেও জানান তিনি। একইসঙ্গে পিসি-ভাইপো বলে মমতা এবং অভিষেককে ক'টা'ক্ষ করতে বলা হয় তাঁকে। 

তিনি বলেন, ''গরু দুধ দেবে পিসি-ভাইপোকে, আর তার জন্য লাথি খাবে পশ্চিমবঙ্গের মানুষ।' একইসঙ্গে বিজেপি নেতা খু'নের ঘ'টনাও উল্লেখ করেন তিনি। বলেন, ''সিরিয়াল কি'লিং-এর মত একের পর এক বিজেপি কর্মীদের মা'রা হচ্ছে ও মে'রে গাছে ঝু'লিয়ে দেওয়া হচ্ছে।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে