বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৬:৩৫

সৌদি আরবও ইসরায়েলকে স্বীকৃতি দেবে: ট্রাম্প

সৌদি আরবও ইসরায়েলকে স্বীকৃতি দেবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের ধারাবাহিকতায় সৌদি আরবও ইসরায়েলকে স্বীকৃতি দেবে বলে ম'ন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন ম'ন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট আ'শাবাদ জানিয়ে বলেন, সাত থেকে ৯টি দেশ ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করবে। এর মধ্যে সৌদি আরবও রয়েছে।

ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশই ইসরায়েলের সঙ্গে চু'ক্তি করতে আগ্রহী। ফরাসি সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, এ বিষয়ে সৌদি বাদশা সালমান বিন আবদুলআজিজ-এর সঙ্গেও কথা বলেছেন ট্রাম্প। ট্রাম্প নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন। বাদশা সালমানের ফোনালাপের পর ট্রাম্প বলেন, এ বিষয়ে সৌদি আরবের সঙ্গে আমার কথা হয়েছে। যথাযথ সময়ে এ ব্যাপারে সি'দ্ধান্ত আসবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে