বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫৮:৩০

'ইসরাইলের সঙ্গে আঁ'তাত আরবদের বিপর্য'য় ডেকে আনবে'

'ইসরাইলের সঙ্গে আঁ'তাত আরবদের বিপর্য'য় ডেকে আনবে'

ইসরাইলের সঙ্গে আঁ'তাত আরবদের বিপ'র্যয় ডে'কে আনবে বলে আশ'ঙ্কা করেছে ফিলিস্তিনি সংসদ।আর আরব জাতির জন্য আসন্ন বিপ'র্যয়ের দায় দ'খলদার ইসরায়েলের সঙ্গে আঁ'তাতকারী দেশগুলোকে বহন করতে হবে। ফিলিস্তিনের জাতীয় সংসদ এক বিবৃতিতে এ মন্তব্য করেছে। -পার্সটুডে

ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পূর্ণাঙ্গ সম্প'র্ক স্থাপনের চু'ক্তি সইয়ের পর এক প্র'তিক্রিয়ায় ফিলিস্তিনি সংসদ আরও বলেছে, ইসরায়েলের সঙ্গে আঁ'তাতের ফলে মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়ন এর কোনোটিই নিশ্চিত হবে না বরং আরব জাতির জন্য বিপ'র্যয় নেমে আসতে পারে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, আমিরাত ও বাহরাইন আঁতাতের চু'ক্তি করে মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র শহর বায়তুল মুকাদ্দাসকে দ'খলদার ইসরাইলের রাজধানী হিসেবে মেনে নিয়েছে এবং ডিল অব দ্য সেঞ্চুরি নামের ষ'ড়য'ন্ত্র অনুমোদন করেছে।

ফিলিস্তিনি সংসদ বলেছে, আরব দেশগুলো এবং ফিলিস্তিন ইস্যুর জন্য আসল বিপ'দ ও হু'মকি হচ্ছে দ'খলদার ইসরাইল। দ'খলদারেরা ফিলিস্তিনি শর'ণার্থীদের স্ব'দেশ প্র'ত্যাব'র্তন ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসহ সব ন্যায্য অধিকার চিরতরে হ'রণ করার জন্য সব সময় অপচে'ষ্টা চালাচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে