বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৫:২১:১৯

স্ত্রীকে করোনা হয়েছে বলে বিদায় নিয়ে প্রেমিকার সঙ্গে ধ'রা পড়লেন স্বামী!

স্ত্রীকে করোনা হয়েছে বলে বিদায় নিয়ে প্রেমিকার সঙ্গে ধ'রা পড়লেন স্বামী!

আন্তর্জাতিক ডেস্ক : গত ২১ জুলাই নভি মুম্বাইয়ের তালোজা থেকে উ'ধাও হন এক যুবক। তার আগে স্ত্রীকে ফোন করে ২৮ বছরের ওই যুবক বলেছিলেন, তিনি কোভিড টেস্টে পজি'টিভ হয়েছেন। তার মৃত্যু আসন্ন। এরপরে তিনি মোবাইলের সুইচ অফ করে দেন। এরপরে বাড়ির কেউ তার খোঁ'জ পাননি। 

অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার বিনায়ক বাস্ত জানান, ওই যুবক উ'ধাও হওয়ার পরদিন তার শ্যালক দেখেন, ভাসি অঞ্চলে তার মোটরবাইকটি রাস্তায় পড়ে আছে। তার সঙ্গে রয়েছে গাড়ির চাবি, হেলমেট, অফিসের কিছু কাগজপত্র এবং ওয়ালেট। তিনি পুলিশে মিসিং ডায়েরি করেন। পুলিশ তদ'ন্তে নেমে জানতে পারে, কোভিড কেয়ার সেন্টারে ওই ব্যক্তি পজি'টিভ হননি। 

পুলিশ আশ'ঙ্কা করেছিল, তিনি আ'ত্মঘা'তী হয়েছেন। পুলিশকর্মীরা নিকটবর্তী খালগুলিতে দেখেন, ওই যুবকের দেহ পাওয়া যায় কিনা। পরে নিখোঁ'জ ব্যক্তির মোবাইল ফোনের লোকে'শন জানার চেষ্টা করা হয়। কিন্তু তাতে কাজ হয়নি। সিনিয়র পুলিশ ইনস্পেকটর সঞ্জীব ধুমল বলেন, পুলিশ জানতে পারে, ওই ব্যক্তি ইন্দোরে গিয়েছেন। তিনি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। পুলিশের একটি টিম ইন্দোরে যায়। তারা দেখে, ওই ব্যক্তি ছদ্মবেশে একটি ঘর ভাড়া নিয়ে প্রেমিকাকে নিয়ে বাস করছেন। গত বুধবার তাকে নভি মুম্বাইতে ফিরিয়ে আনা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে