‘পতনের দ্বারপ্রান্তে সৌদি রাজতন্ত্র’
আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিশনের প্রধান আলাউদ্দিন বোরুজেরদি বলেছেন, সৌদি আরবের শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহ শেইখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের মধ্যদিয়ে দেশটির রাজতন্ত্র পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। ইরানের জাতীয় সংসদের নিজস্ব বার্তা সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
বোরুজেরদি আরও বলেছেন, শেইখ নিমরের শাহাদাতের কারণে সৌদি আরবে গণ অসন্তোষের নতুন অধ্যায় শুরু হবে। কারণ ইতিহাস সাক্ষ্য দিচ্ছে আলেমদের দমন করার পরিণতি হচ্ছে ধ্বংস। তিনি আরও বলেন, শেইখ নিমরসহ আরও অনেকের মৃত্যুদণ্ড কার্যকরের মধ্যদিয়ে এটাই প্রমাণিত হয়েছে যে, সৌদি আরবে স্বাধীনতা এবং আলেম ও জ্ঞানীদের প্রতি সম্মানবোধের কোন অস্তিত্ব নেই। দেশটিতে পুরোপুরি স্বৈরতন্ত্র কায়েম করা হয়েছে।
বোরুজেরদি বলেন, মানবাধিকার ও গণতন্ত্রের দাবিদার আমেরিকা সৌদি আরবের প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছে এবং ইয়েমেনে হাজার হাজার মানুষের প্রাণহানিসহ সৌদি আলেম শেইখ নিমরের শাহাদাতের দায় মার্কিন সরকারও এড়াতে পারে না।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ (শনিবার) এক বিবৃতিতে প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের কথা জানিয়েছে।
২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�