শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩৫:৫৭

একা পেয়ে এমনভাবে জড়িয়ে ধরে ট্রাম্প, যে নিজেকে আর মুক্ত করতে পারিনি : অ্যামি ডোরিস

একা পেয়ে এমনভাবে জড়িয়ে ধরে ট্রাম্প, যে নিজেকে আর মুক্ত করতে পারিনি : অ্যামি ডোরিস

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বি'রু'দ্ধে যৌ'ন হ'য়রা'নির অ'ভিযো'গ নিতান্ত কম নয়। নারীদের একের পর এক অ'ভিযো'গ তার মন্ত্রিসভার সদস্যদের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে আগে তার বি'রু'দ্ধে সর্বশেষ অ'ভিযো'গটি এনেছেন অ্যামি ডোরিস নামের সাবেক এক মডেল। 

এ নিয়ে অ'ভিযো'গকারীর তালিকায় যোগ হল অন্তত ২৬ নারী। অ'ভিযো'গকারীদের ''মি'থ্যাবা'দী'' অ'ভি'হি'ত করে প্রতিটি অ'ভিযো'গই অ'স্বী'কার করেছেন ট্রাম্প। দ'র'জায় ক'ড়া নাড়ছে প্রেসিডেন্ট নির্বাচন। আর মাত্র দেড় মাস বাকি। নির্বাচনী প্রচার-প্রচা'রণা নিয়ে চ'র'ম ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরি'স্থিতির মধ্যেই ফাঁ'স হল ট্রাম্পের আরেক যৌ'ন কে'লে'ঙ্কা'রির ঘ'টনা। 

অ্যামি ডোরিস নামের ওই নারীর দাবি, দুই দশকেরও বেশি সময় আগে এক জাতীয় টেনিস টুর্নামেন্ট চলাকালে ট্রাম্প তাকে যৌ'ন নি'র্যা'তন করেছিলেন। দ্য গার্ডিয়ানকে এক সাক্ষাৎকারে তিনি জানান, ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর নিউইয়র্কের একটি স্টেডিয়ামের ভিআইপি বক্সের বাথরুমের বাইরে তাকে জড়িয়ে ধ'রেন ট্রাম্প। ঘ'ট'নার আ'ক'স্মি'কতায় 'অসুস্থ' ও ''বি'ধ্ব'স্ত'' বোধ করছিলেন বলেও জানিয়েছেন তিনি।

সে সময় তরুণী ডোরিসের বয়স মাত্র ২৪ বছর। বয়ফ্রেন্ড জেসন বিনের সঙ্গে বন্ধু টেনিস টুর্নামেন্ট ইউএস ওপেন উপভোগ করতে নিউইয়র্ক গিয়েছিলেন তিনি। চারদিন অবস্থানকালে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ হয়। ট্রাম্প তার বয়ফ্রেন্ড জেসনের বন্ধু ছিলেন। বর্তমানে ৪৮ বছর বয়সী ও দুই সন্তানের মা এই নারী সাক্ষাৎকারে বলেন, বাথরুমের বাইরে একা পেয়ে তাকে জড়িয়ে ধ'রেন ট্রাম্প এবং এমনভাবে চে'পে ধ'রেন যে, তার পক্ষে পালানো সম্ভব হয়নি। আমি তার ক'ব্জা'য় ব'ন্দি হয়ে যায়। নিজেকে আর মু'ক্ত করতে পারিনি।'' সূত্র : দ্য গ্যাডির্য়ান

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে