আন্তর্জাতিক ডেস্ক: করোনা নিয়ে যখন সারাবিশ্বের মানুষ ধুঁ'কছে তখন সবচেয়ে বড় দুঃসংবাদ হলো বিশ্বের মাত্র ১৩ শতাংশ ধনী মানুষ করোনার অর্ধেকেরও বেশি টি'কা কিনে রেখেছে। বাদবাকি টি'কা রাখা হয়েছে অনুন্নত ও উন্নয়নশীল দেশের জন্য। অক্সফামের এক রি'পো'র্টে এমন ত'থ্য উ'ঠে এসেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অক্সফামের ত'থ্য মতে, বাজারের আসার দৌ'ড়ে এ'গিয়ে থাকা পাঁচটি টিকা কোম্পানি- ফাইজার, সিনোভ্যাক, মডার্না, অ্যাস্ট্রাজেঙ্কা গামালিয়া বা স্পুটনিকের উৎপাদন ক্ষমতা রয়েছে ৫শ’ ৯০ কোটি ডো'জ। এর মধ্যে এখন পর্যন্ত ৫শ’ ৫০ কোটি ডো'জের উৎপাদন চু'ক্তি হয়েছে, যার মধ্যে ২শ’ ৭০ কোটি ডো'জ বা মোট টিকার ৫১ শতাংশই কিনে রেখেছে কয়েকটি উন্নত দেশ।
এই দেশগুলোর মধ্যে আছে- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ন ইউনিয়ন, অস্ট্রেলিয়া, হংকং, জাপান, ম্যাকাউ, সুইজারল্যান্ড ও ইসরাইল।বাকি ২শ’ ৬০ কোটি টি'কা কি'নে বা বুকিং দিয়ে রেখেছে উন্নয়নশীল দেশগুলো। এর মধ্যে আছে বাংলাদেশ, ভারত, চীন, ব্রাজিল, ইন্দোনেশিয়া এবং মেক্সিকো।
অক্সফামের ত'থ্য বলছে, টি'কা নিয়ে রাজনীতি হবে এবং প্রয়োজন না হলেও ধনী দেশগুলোর আগাম কিনে রাখার কারণে দরিদ্র দেশগুলোর টি'কা পেতে ও আ'ক্রা'ন্ত মানুষকে প্রয়োজনীয় টি'কা দিতে সম'স্যায় পড়তে হবে।
পরি'স্থি'তি বিবেচনায় নিয়ে অক্সফামসহ দাত'ব্য সং'স্থাগুলো করোনার টি'কাকে ‘পিপলস ভ্যাক'সিন’ হিসেবে বিনামূল্যে বিত'রণের আহ্বা'ন জানিয়েছে।