আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোসও বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বা’ভাবি’কীক’রণ করতে আরও পাঁচটি দেশ গু'রু'ত্বসহকারে বিবেচনা করছে। এর আগে চলতি সপ্তাহে দ'খ'লদার রাষ্ট্রটির সঙ্গে শা'ন্তি চু'ক্তি করেছে সং’যু’ক্ত আরব আমিরাত ও বাহরাইন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন ত'থ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য দিলেও সেই পাঁচটি দেশ নিয়ে বি'স্তা'রিত কোনো বক্তব্য দেননি। উইসকনসিনে নির্বাচনী প্রচারে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহন করে নিয়ে যাচ্ছিল এয়ার ফোর্স ওয়ান।
মিডোস বলেন, তিনটি দেশই ওই অঞ্চলের। কিন্তু এর বেশি কিছু তিনি বলতে অ'স্বী'কার করেন। আরও অনেক দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় বলে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। তবে সম্ভাব্য এসব দেশের মধ্যে ওমান একটি।
দেশটির রাষ্ট্রদূত মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরাইলের সঙ্গে আমিরাতের শা'ন্তি চু'ক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সৌদি আরবও অ'বৈ'ধ রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক স্থাপনে অবশেষে রাজি হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।