আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের সাধারণ সভায় দাঁড়িয়ে গত বছর কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন জানিয়েছিলেন তুর্কি রাষ্ট্রপতি রিসেপ তায়েপ এরদোগান। কাশ্মীরে মানবা'ধিকার ল'ঙ্ঘ'নের ঘ'টনা ঘ'টছে বলে অ'ভিযো'গ করেছিলেন। তারপর থেকেই ভূস্বর্গের বিভিন্ন প্রান্তে তুরস্কের স্বেচ্ছাসেবী সংস্থাগুলির কর্মত'ত্প'রতা বহুগু'ণ বৃ'দ্ধি পেয়েছে।
শুধু তাই নয়, সমাজসেবামূলক কাজের নামে তারা অধিকারের সীমা ল'ঙ্ঘ'ন করছে বলেই অ'ভিযো'গ উঠছে। এরপরই ওই সংস্থাগুলির উপরে ন'জ'রদা'রি চালাতে শুরু করেছে ভারতীয় গোয়ে'ন্দা সংস্থাগুলি। এপ্রসঙ্গে ভারতের জাতীয় সুর'ক্ষা সং'ক্রা'ন্ত বিষয়ের সঙ্গে যু'ক্ত থাকা একজন কর্মকর্তা জানান, ভূস্বর্গে কর্মরত তুরস্কের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলি নিজেদের সীমারেখা পেরিয়ে যাচ্ছে বলে অ'ভিযো'গ পাওয়া গিয়েছে।
এরপরই ওই সংস্থাগুলির উপর ন'জ'রদা'রি চালাতে শুরু করেছে কেন্দ্রীয় ত'দ'ন্তকারী সংস্থার সদস্যরা। পাশাপাশি অলাভজনক ওই সংস্থাগুলিতে যুক্ত মানুষদের সঙ্গে তুরস্কের প্রশা'সন কতটা যোগাযোগ রাখছে তাও খতিয়ে দেখা হচ্ছে। বিদেশ থেকে আসা টাকা কোন খাতে ব্যবহার ন'জ'র রয়েছে তার উপরেও। গত ফেব্রুয়ারিতে অব'রু'দ্ধ কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকার কথা ঘোষণার পর ফের গত ১ আগস্ট এবিষয়ে আলোচনা হয় পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি এবং তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়েপ এরদোগানের।
এরপরই পাকিস্তান প্রেসিডেন্টের দপ্তর থেকে টুইট করে জানানো হয়, প্রেসিডেন্ট ডা. আরিফ আলভি এবং প্রেসিডেন্ট রিসেপ তায়পে এরদোগান টেলিফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় কাশ্মীরসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা। প্রেসিডেন্ট আলভি এরদোগানকে বলেন, করোনার মধ্যেও জম্মু ও কাশ্মীরে অ'ত্যা'চা'র চালিয়ে যাচ্ছে ভারত। তার ভিত্তিতে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সবরকম সাহায্যের প্র'তিশ্রু'তি দেন তুরস্কের রাষ্ট্রপতি।
প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লিতে অশান্তির সময়ও ভারতকে আ'ক্রম'ণ করেছিলেন তুরস্কের রাষ্ট্রপতি। আঙ্কারার একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে নিয়ে তিনি বলেছিলেন, ''ভারতে এখন মুসলিমদের উপর অক'থ্য অ'ত্যা'চার চালানো হচ্ছে। গণহ'ত্যার ঘ'টনা ঘ'টছে। আর এর সব ঘ'টনা ঘ'টাচ্ছে হিন্দুরা।''