শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৪৫:৫২

ইরান ইস্যুতে জাতিসংঘে একা হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র!

ইরান ইস্যুতে জাতিসংঘে একা হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরা'পত্তা পরিষদে ইরান-বি'রো'ধী অ'স্ত্র নিষে'ধা'জ্ঞা নবায়নে ব্য'র্থ হওয়ার পর এখন ইরানের বি'রু'দ্ধে পরমাণু সমঝো'তার নীতিমালা ল'ঙ্ঘ'নের অ'ভিযো'গ তুলে স্ব'য়ংক্রি'য়ভাবে ইরানের বি'রু'দ্ধে আন্তর্জাতিক নিষে'ধা'জ্ঞা বলবৎ করার দাবি জানিয়েছে। কিন্তু ওয়াশিংটনের ইউরোপীয় মিত্র দেশগুলো ট্রাম্প প্রশা'সনের এ দাবির বিরো'ধিতা করেছে।

'ইউরোপীয় ত্রয়ী' হিসেবে পরিচিত তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘ নিরা'পত্তা পরিষদের কাছে লেখা এক যৌথ চিঠিতে আবারও ইরানের বি'রু'দ্ধে জাতিসংঘের নিষে'ধা'জ্ঞা পু'নর্ব'হালের মার্কিন প্রচেষ্টার বিরো'ধিতা করেছে। চিঠিতে বলা হয়, আগামী ২০ সেপ্টেম্বরের পর জাতিসংঘের ইরানবিরো'ধী নিষে'ধা'জ্ঞাগুলো স্থ'গিত থাকবে এবং তার পু'নর্ব'হাল হবে না। 

এতে আরও বলা হয়, নিষে'ধা'জ্ঞা পু'নর্ব'হালের যেকোনো প্রচেষ্টা হবে বেআ'ইনি এবং তা কেউ মেনে চলতে বা'ধ্য থাকবে না। চিঠিতে ইউরোপীয় ত্রয়ী ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় অটল থাকার সংকল্প ব্যক্ত করেছে। ইউরোপের এই তিন দেশের ঘোষণা ইরানের বি'রু'দ্ধে আন্তর্জাতিক নিষে'ধা'জ্ঞা বলবৎ করার জন্য ট্রাম্প প্রশা'সন যে চেষ্টা চালাচ্ছে তার প্রতি বড় আ'ঘা'ত।

এর আগে যুক্তরাষ্ট্র ইরান ইস্যুতে কেবল চীন ও রাশিয়ার বিরো'ধিতার স'ম্মু'খীন হচ্ছিল। কিন্তু এখন ইউরোপীয় মিত্র দেশগুলোও ট্রাম্পের নীতির বিরো'ধিতা করেছে। অর্থাৎ ইরানের বি'রু'দ্ধে সর্বোচ্চ চা'প সৃষ্টির প্রচেষ্টায় আমেরিকা কার্যত একা হয়ে পড়েছে। ইউরোপীয়রা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বি'রু'দ্ধে অবস্থান নিয়ে মূলত পরমাণু সমঝোতাকে ধ্বং'সের হাত থেকে র'ক্ষা করার চেষ্টা করছে।

কারণ ইউরোপীয়রা মনে করে পরমাণু সমঝোতার মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরা'পত্তা ক্ষেত্রে ইউরোপের স্বার্থ র'ক্ষা হবে। এছাড়া এই চু'ক্তিকে ইউরোপের কূ'টনৈ'তিক সাফল্যের বড় নিদর্শন বলে মনে করে ইউরোপীয়রা। এ কারণে তারা যেকোনো উপায়ে ইরানের সাথে স্বাক্ষরিত পরমাণু স'মঝো'তাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। তবে এটাও ভুলে গেলে চলবে না যে ইউরোপের এই তিন প্রভা'বশা'লী দেশ ইরানের বি'রু'দ্ধে মার্কিন নীতিকে সমর্থন করার মতো কোনো অ'জুহা'তও খুঁ'জে পাচ্ছে না। 

যদিও ইউরোপ ইরানের সঙ্গে ব্যবসা ও অর্থ লেনদেন বিষয়ক ইন্সটেক্স ব্যবস্থা চালুর প্র'তিশ্রু'তি বাস্তবায়নে এখন পর্যন্ত ব্য'র্থ হয়েছে এবং এর প্রতি'ক্রিয়ায় ইরানও পাঁচটি ধা'পে পরমাণু স'মঝো'তা বাস্তবায়নের প্র'ক্রি'য়া থেকে সরে এসেছে কিন্তু তেহরান একথাও ইউরোপকে জানিয়ে দিয়েছে তারা যদি ইন্সটেক্স ব্যবস্থা চালু করে তাহলে তেহরান পরমাণু স'মঝো'তা বাস্তবায়ন কাজ আবারো শুরু করবে।

জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন, মার্কিন সরকার নিরা'পত্তা পরিষদের প্রধানের কাছে লেখা এক চিঠিতে ন'জ'রদারি কমিটি গঠনের প্রস্তাব দিতে পারে। কিন্তু নিরা'পত্তা পরিষদ এ ধ'রনের প্রস্তাব মেনে নেবে না বলে আ'ভা'স দিয়েছে। সার্বিক পরি'স্থিতিকে ট্রাম্পের জন্য বড় ধ'রনের পরা'জয় বলে মনে করছেন বিশ্লে'ষকরা। সূত্র : পার্সটুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে