রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৮:২৭

মোদি সরকারকে 'উ'ল'ঙ্গ রাজা'র সঙ্গে তু'লনা টে'নে মহুয়া বললেন 'সম্রাট, আপনার কাপড় কোথায়?'

মোদি সরকারকে 'উ'ল'ঙ্গ রাজা'র সঙ্গে তু'লনা টে'নে মহুয়া বললেন 'সম্রাট, আপনার কাপড় কোথায়?'

আন্তর্জাতিক ডেস্ক : সংসদে বাদল অ'ধিবে'শন শুরু হতেই এবার পিএম কেয়ার্স ফা'ন্ড নিয়ে মোদি-শাহ সরকারের বি'রু'দ্ধে আ'ক্র'মণ শা'নালেন তৃ'ণমূল কংগ্রেসের নেতা মহুয়া মৈত্র। তিনি সা'ফ জানান এই ফা'ন্ড জিএসটি অ'ধী'নে বি'ধিব'দ্ধ যে প্রতিশ্রু'তি ছিল তা মে'নে তৈরি হয়নি। সাংসদ বলেন, এই ত'ফবিল তৈরির মাধ্যমে রাজ্যর ত্রা'ণ ত'হবিলের ক্ষ'তি করে পাবলিক ফা'ন্ডকে আদতে কো'ণঠা'সা করা হয়েছে।

প্রধানমন্ত্রীকে তো'প দে'গে'ই মহুয়া মৈত্র বলেন, ''আজকের ভারত আমাকে সম্রাটের নতুন পোশাকের জন্য হ্যা'ন্স ক্রি'শ্চি'য়ান অ্যা'ন্ডা'রস'নের গল্পের কথা মনে করিয়ে দেয়। যেখানে সম্রাটের পরনে কিছুই ছিল না। তবে স্তা'ব'ক দ'রবা'রীরা সেটি রাজাকে বলতে পারেনি।'' এরপরই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বিখ্যাত কবিতা 'উ'ল'ঙ্গ রাজা'র সঙ্গে তু'লনা টে'নে তিনি বলেন, ''বাংলার কবি তার কবিতায় বলেছিলেন পুরো রাজ্যের একমাত্র ছোট নি'ষ্পা'প বালক উঠে দাঁ'ড়িয়ে একবার ন'গ্ন সম্রাটকে জিজ্ঞাসা করার সা'হ'স দে'খিয়েছিল। বলেছিল, 'রাজা, তোর কাপড় কোথায়?' আর আজ আমি একই প্রশ্নটি করছি: সম্রাট, আপনার কাপড়গুলি কোথায়?''

তৃ'ণমূল সাংসদ বলেন যে ভারতে সরকারী খাতের যে বিভিন্ন উ'দ্যো'গ রয়েছে সেখানের সং'স্থা'রাও প্রতিযো'গীতা করে পিএম কে'য়া'র্স ফা'ন্ডে টাকা জমা করছেন এবং তা অনেকটা ''সম্রাটের দ'রবা'রীদের মতো, যারা জনগণের ত'হবিল সম্রাটদের উপহার দেওয়ার জন্য প্র'তিযো'গীতা করে থাকতেন।'' এমনকী ভারত-চীন স'ম্প'র্ক নিয়েও নরেন্দ্র মোদি সরকারকে খোঁ'চা দিতে ছা'ড়ে'ননি তৃণমূল সাংসদ। 

চাইনিজ সং'স্থাগুলি থেকে ত'হবিল গ্রহণের জন্য সরকারের তী'ব্র নি'ন্দা করেন এবং মহুয়া বলেন, ''কোনও মৃ'ত ভারতীয়ও তাদের শ'ত্রু'র অর্থের বি'নি'ময়ে ভে'ন্টি'লে'টরে যেতে চাইবে না।'' এছাড়া কর ও অন্যান্য আইন (কিছু বি'ধা'নের প'রিমা'র্জন এবং সং'শো'ধন) বিল নিয়ে বি'ত'র্ক চ'লাকা'লীন মহুয়া মিত্র বলেন, ''কেন্দ্র তার দায়িত্ব থেকে পা'লা'তে পারে না। তাদের অবশ্যই ২.৩৩ লক্ষ কোটি টাকা ব্যয় করতে হবে। বিল পাসের সময় মাননীয় মন্ত্রী পিএম কে'য়ার ফা'ন্ডে যে ৩৮টি পিএসইউ ২ হাজার ১০০ কোটিরও বেশি টাকা দিয়েছে সে ব্যাপারে চু'প থেকেছে। মানুষের টাকা নিয়ে এসব করেছে। কোনও অ'ডি'টও করা হয়নি।'' সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে