রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১২:২১

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে সৌদি বাদশাহ ও যুবরাজের মধ্যে মতবিরো'ধ!

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে সৌদি বাদশাহ ও যুবরাজের মধ্যে মতবিরো'ধ!

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পথে সৌদি আরব হাঁ'টবে কি না চলমান গু'ঞ্জনের মধ্যে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এ বিষয়ে অসম্মতি জানিয়েছেন। ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগ্রহী হলেও বাদশাহ এ ব্যাপারে অসম্মতি জানিয়েছেন।

ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশ্লেষণে এ খবর জানানো হয়েছে। সৌদি বাদশাহ সালমান আরব দেশগুলোর ইসরায়েল ব'য়ক'ট করা ও ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের দাবির দীর্ঘদিনের সমর্থক। তবে তার উত্তরাধিকারী যুবরাজ সালমান ইসরায়েলের সঙ্গে ব্যবসা করতে ও ওই অঞ্চলে ইরানের বি'রু'দ্ধে শ'ক্তিশা'লী জো'টব'দ্ধ গড়ে তুলতে চান।

ওয়াল স্ট্রিট জার্নালে স্টিফেন ক্যালিন লিখেছেন, গত ১৩ আগস্ট ইসরায়েল ও আমিরাতে মধ্যকার স'মঝো'তা চুক্তি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যখন ঘোষণা দেন, ৮৪ বছর বয়সী বাদশাহ সালমান তা শুনে 'স্ত'ম্ভি'ত' হয়ে পড়েন। তবে ট্রাম্পের ঘোষণায় অ'বা'ক হননি যুবরাজ সালমান। আরব বিশ্বের দুটি দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে যে চু'ক্তি করেছে তাতে সৌদি বাদশাহ আর যুবরাজের মধ্যে ম'তানৈ'ক্যের বিষয়টি এভাবেই ফুটে উঠেছে।

যদিও বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের বৃহত্তম অর্থনীতির প্রধান সৌদি আরবের বাদশাহ যদি ইসরায়েলের সঙ্গে শান্তিচু'ক্তি সমর্থন না করতেন তবে প্রতিবেশী দেশ আমিরাতের পক্ষে এগিয়ে যাওয়া ক'ঠি'ন হতো। আর তার উত্তরাধিকারী যুবরাজ সালমানই আমিরাতকে ইসরায়েলের সঙ্গে শান্তিচু'ক্তি করতে সাহায্য করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে