সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৭:০০

ইমরান খানের সরকারকে 'অপদার্থ' বলে 'পলাতক' নওয়াজ শরিফের হু'ঙ্কার

ইমরান খানের সরকারকে 'অপদার্থ' বলে 'পলাতক' নওয়াজ শরিফের হু'ঙ্কার

আন্তর্জাতিক ডেস্ক : ইমরান খান বনাম নওয়াজ শরিফ। পাকিস্তানের বর্তমান বনাম প্রাক্তন প্রধানমন্ত্রীর ল'ড়া'ই। কিন্তু না, এই রাজনৈতিক বিরো'ধিতাকে স্রেফ নেতা-নেতার ল'ড়া'ই বলতে না'রা'জ প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বরং ফের স'ক্রি'য় হয়ে ফিরে বি'রো'ধীদের ঐক্যব'দ্ধ করে তার মন্তব্য, ''ইমরানের বি'রু'দ্ধে নয়, তাকে যারা প্রধানমন্ত্রীর পদে বসিয়েছে, আমাদের ল'ড়া'ই তাদের বি'রু'দ্ধে।'' 

ইমরান খান সরকারকে 'অপদার্থ' বলে একহাত নিলেন নওয়াজ শরিফ। ইমরানের আমলে দেশের আর্থিক পরি'স্থি'তির বে'হা'ল দ'শা এবং প্রশাসনিক কাজে সেনার না'ক গ'লা'নো প্রসঙ্গেও বিঁ'ধলেন শরিফ। বি'রো'ধী দলগুলিকে ঐ'ক্যব'দ্ধ করে ভা'রচু'য়াল আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে নওয়াজ শরিফ পাক সেনার যথেষ্ট স'মালো'চনা করেছেন। 

অভিযোগ তুলেছেন, ২০১৮ সালের ভোটে সেনা জো'র করে জনসমর্থন কিনেছে। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবান নয় ইমরান খান সরকার। সময়ের সঙ্গে সঙ্গে পাক নাগরিকরা গণতান্ত্রিক অধি'কার হা'রাচ্ছেন। এই জায়গায় দাঁড়িয়েই ল'ড়া'ইয়ের হু'ঙ্কার দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। বলছেন, ইমরানের নেতৃত্বে পাকিস্তানের পিটিআই সরকার 'অযোগ্য'। এই 'অযোগ্য' সরকার নির্বাচনকারীদের বি'রু'দ্ধে তিনি ল'ড়'তে চান। 

এ প্রসঙ্গে নাম না করে পাকিস্তানের প্রাক্তন সেনাশা'সক জেনারেল পারভেজ মুশারফের বি'রু'দ্ধেও সু'র চড়িয়েছেন তিনি। যদিও নওয়াজ শরিফের এই বক্তব্য সম্প্রচার নি'ষি'দ্ধ করা হয়েছে পাকিস্তানের বেশিরভাগ সংবাদমাধ্যমেই। প্রধানমন্ত্রী থাকাকালীন দু'র্নী'তি মামলায় ২০১৭ সালে দো'ষী সা'ব্য'স্ত হন শরিফ। পাক সুপ্রিম কোর্টের নির্দেশে ৭ বছরের কারাবাসের শা'স্তি হয়। 

মাস কয়েক আগে জেলে থাকাকালীন গু'রু'তর অ'সু'স্থ হয়ে পড়ায় জামিন নিয়ে ব্রিটেনে যান চিকিৎসার জন্য। জামিনের মেয়াদ শেষ হয়ে গেলেও না ফেরায় পাক প্রশাসন তাকে 'পলাতক' ঘোষণা করে। পিটিআই প্রশা'সনের বি'রু'দ্ধে শরিফ বরাবর অ'ভিযো'গ করে এসেছেন যে সেনার অ'ঙ্গুলিহে'লনে তার মতো বিরো'ধীদের কো'ণঠা'সা করার চেষ্টা করেছেন ইমরান খান। সেই অ'ভিযো'গেই ফের সরব হলেন পাকিস্তানের 'পলাতক' প্রাক্তন প্রধানমন্ত্রী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে