সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১৪:১০

সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে তুরস্ক-রাশিয়ার যৌথ সেনা ম'হড়া

সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে তুরস্ক-রাশিয়ার যৌথ সেনা ম'হড়া

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিবে যৌথ সাম'রিক মহ'ড়ায় অংশ নিয়েছে তুরস্ক ও রাশিয়ার সেনাবা'হি'নী। সাম'রিক বহরে বি'দ্রো'হী হা'ম'লাসহ জ'রু'রি পরি'স্থি'তি সমন্বয়ে পর্যাপ্ত প্রস্তুতির বিষয়টি ম'হ'ড়ায় প্রদর্শন করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) অসা'মরিক অঞ্চল ইদলিবের সমন্বয় কেন্দ্রের ভাইস প্রেসিডেন্ট ইয়েভগেনি পোলিয়াকোভ এ তথ্য নি'শ্চি'ত করে বলেন, টহলে নিয়োজিত যৌথবা'হি'নীর সদস্যদের মধ্যে সমন্বয় এবং বিশেষ সং'কে'ত ব্যবহার করে যোগাযোগ প্রতিষ্ঠার বিষয়টি ম'হ'ড়ায় গু'রু'ত্ব পেয়েছে।

পোলিয়োকোভ বলেন, ম'হ'ড়ার মূল উদ্দেশ্য ছিল দু'দেশের সেনাদের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। বিশেষ জরুরি প্রয়োজনে যাতে তারা সঠিকভাবে পরি'স্থি'তি মো'কাবি'লা করতে পারে। ম'হ'ড়ায় সম্ভাব্য আ'হ'ত সেনাদের উ'দ্ধা'র এবং ক্ষ'তিগ্র'স্ত যানবাহন কীভাবে স'রিয়ে নেয়া হবে-সে বিষয়গুলো প্র'দ'র্শন করা হয়।

ওই অঞ্চলের অ'স্ত্রধা'রী গো'ষ্ঠীগুলো মাঝে মাঝে তুর্কি-রুশ যৌ'থ ট'হল দলের উপর হা'ম'লা করে থাকে। তা থেকে নিজেদের কীভাবে র'ক্ষায় করা যায় তা ম'হ'ড়ায় উপস্থাপন করা হয়। গেলো মাসে ওই অঞ্চলে তুর্কি-রুশ যৌ'থ ট'হলে আঙ্কারার একটি সা'ম'রিক গাড়ি বি'স্ফো'রণের শি'কা'র হয়। এতে গাড়িটি ক্ষ'তিগ্র'স্ত হয়। কেউ নি'হ'ত হয়নি বলে জানায় আঙ্কারা। ইদলিবের আরিহা শহরের কাছে রকে'ট থেকে ছোড়া গ্রে'নে'ড হা'ম'লার শি'কা'র হয় গাড়িটি।

সিরিয়ার গৃহযু'দ্ধে আলাদা দু'টি পক্ষকে সমর্থন করে তুরস্ক ও রাশিয়া। ৫ মার্চ উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিবে সাম'রিক কার্যক্রম ব'ন্ধে একমত হয় তারা। এর আগে বিবা'দমান পক্ষগুলোর মধ্যকার সং'ঘা'তে অন্তত ১০ লাখ মানুষ বা'স্তুচ্যু'ত হয়। শর'ণা'র্থীর স্রো'ত এবং ওই অঞ্চলে নিয়োজিত তুর্কি সেনাদের র'ক্ষায় আঙ্কারার উদ্যোগে রাশিয়ার সঙ্গে ওই চু'ক্তি করে এরদোয়ান প্র'শা'সন।

চু'ক্তি অনুযায়ী সিরিয়ার পূর্ব এবং পশ্চিম এম-ফোর মহাসড়কে যৌ'থ নি'রা'পত্তা করিডার তৈরি করে আঙ্কারা-মস্কো। ১৫ মার্চ প্রথম যৌ'থ ট'হ'ল শুরু হয়। দীর্ঘদিন যাবত বাশার আল আসাদ সরকার এবং তার মিত্ররা ইদলিবকে অ'ব'রু'দ্ধ করে রেখেছে। আগের যু'দ্ধবি'রতি চু'ক্তিতে বি'বা'দমান পক্ষগুলোর অ'ব্যাহ'ত ল'ঙ্ঘ'নের কারণে মুখ থু'ব'ড়ে পড়ে।

২০১৮ সালের এপ্রিলে বি'দ্রো'হীদের সবশেষ ঘাঁ'টি ইদলিবে বিদেশি মিত্রদের সহা'য়তায় হা'মলা জো'রদা'র করে আসাদ সরকার। তুর্কি সীমা'ন্ত দেখা দেয় বা'স্তুচ্যু'ত মানুষের ঢল। তুরস্ক ৩৭ লাখ সিরীয় শ'র'ণা'র্থীকে আশ্রয় দিয়ে রেখেছ। নতুন শ'র'ণা'র্থীর চা'পে তখন ভ'য়াব'হ পরি'স্থিতির তৈরি হয়। পরে ন্যাটোর দ্বিতীয় সর্ববৃহৎ সেনা সমৃ'দ্ধ দেশ তুরস্ক সিরিয়ার সরকারের হা'ম'লা ব'ন্ধে ওই অঞ্চলে সাম'রিক বা'হি'নী এবং সর'ঞ্জাম পাঠায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে