মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩৯:০৩

আমেরিকার ভ'য়ে মস্কো মোটেই ভী'ত নয়, ইরানের সাথে অ'স্ত্র বাণিজ্য চলবে : রাশিয়া

 আমেরিকার ভ'য়ে মস্কো মোটেই ভী'ত নয়, ইরানের সাথে অ'স্ত্র বাণিজ্য চলবে : রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক :  রাশিয়া বলেছে, ইরানের ওপর থেকে অ'স্ত্র নিষেধা'জ্ঞা উ'ঠে যাওয়ার পর তেহরানের সাথে অ'স্ত্র বাণিজ্য করতে গেলে আমেরিকার যদি নিষে'ধা'জ্ঞা আ'রোপ করে তবে তার ভ'য়ে মস্কো মোটেই ভী'ত নয়। এ ধরনের নি'ষেধা'জ্ঞা মস্কো ও তেহরানের মধ্যকার ক্রমবর্ধ'মান সহযোগিতাকে ঠে'কি'য়ে রাখতে পারবে না।

রাশিয়ার অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ রুশ বার্তা সংস্থা তাস-কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা এ ধরনের নিষেধা'জ্ঞার ভ'য়ে ভী'ত নই, আমরা এগুলো দেখে অ'ভ্যস্ত।’

তিনি বলেন, মস্কো-তেহরান প্রতিরক্ষা সহযোগিতা মার্কিন যেকোনো ধরনের সীমাব'দ্ধতার ঊ'র্ধ্বে থাকবে। রিয়াবকভ বলেন, ‘ইরানের ওপরে মার্কিন অস্ত্র নিষেধা'জ্ঞা কোনোভাবেই আমাদের নী'তির উপর প্র'ভাব ফেলতে পারবে না। ইরানের সাথে আমাদের সহযোগিতা বহুমুখী, প্রতিরক্ষা সহযোগিতা নির্ভর করবে দুই দেশের প্রয়োজন এবং পারস্পরিক ইচ্ছার উপরে। অন্য কারো নির্বাহী আ'দেশ আমাদের দৃষ্টিভ'ঙ্গিকে পা'ল্টে দিতে পারবে না।’

জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদকে ব্যবহার করে ইরানের বিরু'দ্ধে অ'স্ত্র নিষেধা'জ্ঞা পুনর্ব'হাল করতে ব্য'র্থ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে একতর'ফাভাবে তেহরানের বিরু'দ্ধে নিষেধা'জ্ঞা আ'রোপ করেন।

ওই নিষেধা'জ্ঞার আওতায় রয়েছেন ইরানের ২৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান, যার মধ্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আণবিক শক্তি সংস্থার কর্মকর্তারা রয়েছেন। শুধু তাই নয়, ইরানের সাথে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রচলিত অস্ত্রে'র বাণিজ্য করবে তাদের বিরু'দ্ধে নিষেধা'জ্ঞা আ'রোপ করা হবে বলে এ নির্বাহী আ'দেশে বলা হয়েছে। সূত্র : পার্সটুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে