আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এবং আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফৈজ হামেদ সম্প্রতি সেদেশের বিরো'ধী দলগুলির প্রধান নেতাদের সঙ্গে বৈঠকে বসেন বলে খবর পাওয়া গিয়েছে। আর এরপরই জ'ল্পনা শুরু হয়েছে। যেই ইমরান খানের সরকারকে গদিতে বসাতে উৎসুক ছিল সেদেশের সেনা, সেই ইমরানের উপর কি তবে মো'হভ'ঙ্গ হল তাদের।
আর তাই গদি উ'ল্টোতে গো'পন আ'তাঁ'ত শুরু হয়েছে সেদেশে। ইমরানকে হঠাতে পাকিস্তানের বিরো'ধী দলগুলিকে নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে নতুন এক জোট। পাকিস্তানি ডেমোক্রেটিক মুভমেন্ট বা পিডিএম নামক ওই জোটে সামিল হয়েছেন সেদেশের প্রায় সমস্ত বিরো'ধী দল। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প'দত্যা'গের দাবিতে আগামী ৪ মাস ধ'রে তিন পর্যায়ে আ'ন্দো'লনের কর্মসূচি হাতে নিয়েছেন তারা।
এই জো'ট গঠণের পিছনে কি হাত রয়েছে সেনার! গো'পন বৈঠকের খবর প্রকা'শ্যে আসতেই এমন জ'ল্পনা তৈরি হয়েছে এবং পাকিস্তানের রাজনৈতিক অনি'শ্চয়'তাপূর্ণ আবহাওয়ার জে'রে সেই জ'ল্প'না কেউ উড়িয়েও দিতে পারছে না। এদিকে জানা গিয়েছে, নতুন এই জোট আগামী মাস থেকে দেশব্যাপী জনসভা করবে। আর ডিসেম্বর মাস জুড়ে চলবে বি'ক্ষো'ভ সমাবেশ।
এছাড়াও নতুন বছরের শুরুতে অর্থাৎ ২০২১ সালের জানুয়ারিতে ইসলামাবাদ অভি'যানের ডাক দিয়েছে তারা। জোটে অংশ নিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ পার্টির সভাপতি শাহবাজ শরিফ ও সহ-সভাপতি মরিয়ম নওয়াজ, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি সহ অন্যান্য শীর্ষস্থানীয় বিরো'ধীদলগুলো।
দলগুলোর দাবি, ইমরান খান জা'লিয়া'তি করে নির্বাচনে জিতেছিলেন এবং তাতে সহায়তা করেছিল পাক সেনাবা'হি'নী। তাই পাকিস্তানের রাজনীতিতে সেনার প্র'ভা'ব চলবে না। আনতে হবে নতুন দা'য়ব'দ্ধতা আইন। স্ব'চ্ছতা ও নি'রপে'ক্ষতা বজায় রাখতে পাক নির্বাচন ব্যবস্থাকেও সংস্কার করতে হবে। যদিও এই অ'ভিযো'গের মাঝেই সেই নেতারা নিজেরাই সেনার সঙ্গে বৈঠকে বসায় জ'ল্প'না তুঙ্গে। সূত্র : ওয়ান ইন্ডিয়া