বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩৪:৩৩

গর্ভবতী মহিলার কিডনি চু'রি, নার্সিংহোমের ডাক্তারের বি'রু'দ্ধে অ'ভিযো'গ দায়ের

গর্ভবতী মহিলার কিডনি চু'রি, নার্সিংহোমের ডাক্তারের বি'রু'দ্ধে অ'ভিযো'গ দায়ের

আন্তর্জাতিক ডেস্ক : গর্ভবতী মহিলার কিডনি চু'রি করে পা'চারের অ'ভিযো'গ উঠলো স্ত্রী বিশেষজ্ঞ চিকিৎসকের বি'রু'দ্ধে৷ অ'ভিযু'ক্ত ডাক্তারের নাম বিতান বিশ্বাস৷ ঘ'টনাটি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের একটি হাসপাতালের৷

অভিযোগ, সুমন বিবি নামে ২০ বছরের এক মহিলা পেটের ব্যাথা নিয়ে বিতান বিশ্বাসের চেম্বারে যান। ওই রোগীকে দেখার পরে অ'ভিযু'ক্ত ডাক্তার মহিলার পরিবারের লোকজনকে বলেন মহিলার ইউট্রাস এর প্র'বলেম রয়েছে। অ'স্ত্রপ'চার করতে হবে। পরিবারের লোকেরা ডাক্তারের কথা মতো রাজি হন। তারপরে ডাক্তার তাদের অন্য হাসপাতালে ভরতির পরামর্শ দেন। সেই মোতাবেক পরিবারের লোকেরা হাসপাতালে ভরতি করান।

চলতি মাসের ২০ তারিখে অ'পারে'শন সেন্টারে নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে। অ'স্ত্রপ'চারের সময় ডাক্তার জানান, তার ই'উট্রা'স এর কোনও প্র'বলে'ম নেই। শিশুটি সঠিক জায়গাতেই রয়েছে। কিন্তু ওনার অ্যা'প্রে'ন্টিস থাকার কারণে, তা অ'পারে'শন করতে হয়েছে। আর এই ঘ'টনাকে কেন্দ্র করে শুরু হয় রোগীর পরিবারের সঙ্গে বি'ত'র্ক। রোগীর বাড়ির লোকজনের বক্তব্য, যেই রোগের জন্য রোগীর অ'পারে'শন করার কথা ছিল তা না করে অন্য অ'পারে'শন কেন করা হল? 

পাশাপাশি তাদের আরও প্রশ্ন, সো'নোগ্রা'ফি রি'পো'র্ট না করেই ডাক্তার অ'পারে'শন করলেন কেন? এই মর্মে গতকাল রাতে রোগীর পরিবারের তরফে কাঁথি থানায় অ'ভিযো'গ দায়ের করা হয়েছে। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষের তরফ থেকে সমস্ত দায় চা'পিয়েছেন ড. বিতান বিশ্বাসের ওপরেই। 

নার্সিংহোম কর্তৃপক্ষ বলেন, "ওই রোগীর ব্যাপারে যা করার বা টাকা নেয়ার সবকিছুই করেছেন বিতান বিশ্বাস। উনি নিজেই জেনারেল সার্জেন্টকে কল করে অ'পারে'শন করিয়েছেন। তবে এই ব্যা'পারে বিতান বিশ্বাস সবকিছু পরিষ্কার ভাবে বলতে পারবেন।" যদিও ডাক্তার বিতান বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে, ওনার কোনও প্র'তি'ক্রি'য়া পাওয়া যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে