বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৩১:১৯

মালয়েশিয়ায় আরেক দফা ক্ষ'মতার পালাব'দল ঘ'টবে!

মালয়েশিয়ায় আরেক দফা ক্ষ'মতার পালাব'দল ঘ'টবে!

আন্তর্জাতিক ডেস্ক : তবে কি আরেক দফা সরকারে পা'লাব'দল ঘ'টবে মালয়েশিয়ায়! বিরো'ধী নেতা আনোয়ার ইব্রাহিমের কথায় তেমনটাই মনে হচ্ছে। তিনি দাবি করেছেন, নতুন সরকার গঠন করতে চান তিনি। এ জন্য তার প্রতি রয়েছে এমপিদের শক্তিশালী সংখ্যাগরিষ্ঠ সমর্থন। 

এ বিষয়ে তিনি রাজার সঙ্গে সাক্ষাত চেয়েছেন। রাজা যদি তাকে অনুমতি দেন, তাহলে তিনি সংখ্যাগরি'ষ্ঠতার প্রমাণ দিয়ে নতুন সরকার গঠন করবেন। তাতে ক্ষ'মতাসীন জোটের ভিতর থেকে জন্ম নেয়া নতুন মুহিদ্দিন ইয়াসিন সরকারের প'ত'ন ঘ'টবে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

এতে বলা হয়, বুধবার আনোয়ার ইব্রাহিম দাবি করেছেন তিনি সরকার গঠন করতে চান। ক্ষমতা থেকে উড়িয়ে দিতে চান মুহিদ্দিন সরকারকে, যারা মাত্র ৭ মাস আগে জোটের ভিতর ষ'ড়য'ন্ত্র করে মালয়েশিয়ার ক্ষমতা আঁ'কড়ে ধরেন। আর তাতে ২০১৮ সালের মে মাসে নির্বাচিত ড. মাহাথির মোহাম্মদ সরকারের প'ত'ন ঘটে। তবে আনোয়ার ইব্রাহিমকে কতজন এমপি সমর্থন করছেন তিনি তা প্রকাশ করেন নি।

তবে জানিয়েছেন, রাজার সঙ্গে সাক্ষাত চেয়েছেন। এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি। বলেছেন, তার প্রতি এমপিদের যে সমর্থন রয়েছে, তার অর্থ হলো প্রধানমন্ত্রী মুহিদ্দিন প্রশা'সনের প'ত'ন। আনোয়ার দাবি করেছেন, তিনি সরকার গঠন করলে তাতে সমর্থন থাকবে জনগণের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে