সৌদি আরবে শিয়া নেতার মৃত্যুদন্ডের বিরুদ্ধে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের এক নেতৃস্থানীয় শিয়া ধর্মীয় নেতার মৃত্যুদন্ড কার্যকর করার পর এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সৌদি আরবে যে ৪৭ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে শিয়া নেতা শেখ নিমর আল নিমর তাদের অন্যতম। শেখ নিমর আল নিমর সৌদি আরবের সবচেয়ে সুপরিচিতি শিয়া নেতাদের একজন। শিয়া তরুণদের মধ্যে তার প্রচুর অনুসারি রয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
তার মৃত্যুদন্ড কার্যকর হওয়ার খবরে সৌদি আরবে এবং মধ্যপ্রাচ্যের আরও কিছু দেশে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। সৌদি আরবের শিয়া অধ্যূষিত পূর্বাঞ্চলীয় শহরে এর বিরুদ্ধে বিক্ষোভে যোগ দেন কয়েকশো মানুষ। তারা রাস্তায় মিছিল করে সৌদি রাজপরিবারের ধ্বংস চেয়ে শ্লোগান দেন।
ইরান বলেছে, সৌদি আরবকে এ ঘটনার জন্য কড়া মূল্য দিতে হবে।
ইরানের এক শিয়া নেতা আয়াতোল্লাহ আহমেদ খাতামি একে 'অপরাধ' হিসেবে বর্ণনা করে বলেছেন, এ ঘটনা সৌদি রাজপরিবারের ধ্বংস ডেকে আনবে।
ইরাকের সাবেক প্রধানমন্ত্রী নুরী আল মালিকিও একই ধরণের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।
বাহরাইনে এ ঘটনার বিরুদ্ধে বিক্ষোভরত জনতার ওপর পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়েছে।
২০১১ সালে সৌদি আরবের পূর্বাঞ্চলে যে সরকার বিরোধী গণবিক্ষোভ শুরু হয়, শেখ নিমর তাতে জোরালো সমর্থন জানিয়েছিলেন। সৌদি আরবের ঐ অঞ্চলের শিয়ারা বহুদিন ধরে সরকারের বিরুদ্ধে বৈষম্য এবং বঞ্চনার অভিযোগ করে আসছে।
দু বছর আগে শেখ নিমরকে যখন গ্রেফতার করা হয়, তার প্রতিবাদে কয়েকদিন ধরে বিক্ষোভ হয়েছিল।
গত অক্টোবরে বিচারে তাকে মৃত্যুদন্ড দেয়া হয়।
তার বিরুদ্ধে সৌদি শাসকদের অমান্য করা এবং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে নেয়ার অভিযোগ আনা হয়।
২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�