বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৫৩:৫৭

বো'মা মে'রে আইফেল টাওয়ার উড়িয়ে দেওয়ার হু'মকি

বো'মা মে'রে আইফেল টাওয়ার উড়িয়ে দেওয়ার হু'মকি

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্যারিসের আইফেল টাওয়ারে বো'মা হা'মলার হু'ম'কি দেয়া হয়েছে। ফোনে এই হু'ম'কি পাওয়ার পরে দেশটির পুলিশ আইফেল টাওয়ার থেকে পর্য'টকদের বের করে দিয়ে আশেপাশের এলাকা ঘিরে রেখেছে।

ফ্রান্সের স্থানীয় গণমাধ্যম জানায়, টাওয়ারের নীচে রাস্তাগুলি এবং সীন নদীর ওপারে ট্রো'কাডেরো প্লাজা পর্যন্ত ব্রিজটিকে ঘি'রে রেখেছে পুলিশ। ঘ'ট'নাস্থলে থাকা দু'জন পুলিশ অফিসার অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন ফোনে বো'মা মে'রে আইফেল টাওয়ার উড়িয়ে দেওয়ার হু'মকির ফলে ওই এলাকায় অ'ভিযা'ন চালানো হচ্ছে। 

এদিকে হু'ম'কির বিষয়ে আইফেল টাওয়ার পরিচালনা ক'র্তৃ'পক্ষের কোন মন্তব্য পাওয়া যায়নি। ১৩১ বছর বয়সী এই টাওয়ারটি সাধারণ বছরগুলিতে প্রতিদিন প্রায় ২৫,০০০ পর্যটক আসে, তবে করোনা ভাইরাসের কারণে ভ্রমণের বি'ধিনিষে'ধ থাকায় এই বছর পর্যটক হ্রা'স পেয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে