আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বাস না হলেও ঘটনা সত্যি। গাড়ির নম্বর জোড় সংখ্যা হওয়ায় বাইসাইকেল চালিয়ে অফিসে গেলেন দিল্লীর উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। ১ জানুয়ারি থেকে দিল্লির রাস্তায় যান চলাচলে জোড়-বিজোড় বিধি চালু হয়েছে। এদিন ছিল বিজোড় তারিখ। বিজোড় সংখ্যা দিয়ে শেষ হওয়া নম্বর প্লেটের গাড়ি পথে নেমেছিল শুক্রবার। সিসোদিয়ার গাড়ির নম্বরপ্লেট বিজোড় হওয়ায় প্রথমদিন নিজের গাড়িতে করে অফিস যান।
কিন্তু শনিবার জোড় সংখ্যার দিন হওয়ায় তিনি সাইকেল চালিয়ে অফিস করেন। প্রথমদিনেই দিল্লিতে জোড়-বিজোড় বিধি বেশ ভালোই কার্যকর হয়েছে। বিধি ভঙ্গের অভিযোগে প্রথমদিনে ২০৩টি গাড়িকে জরিমানা করা হয়। অটোরিকশা বা ট্যাক্সি যাতে যাত্রীদের প্রত্যাখ্যান না করে সে জন্য দিনভর তৎপর ছিল পুলিশ।
যাত্রীদের প্রত্যাখ্যানের অভিযোগে ৭৬ অটোরিকশা চালককে আটক করা হয়। রাজধানীর ছয়টি এলাকায় দূষণ মাপার যন্ত্র বসানো হয়েছে। নতুন বিধি শুরু হওয়ার পর রাস্তায় গাড়ির সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। বাসনির্ভর হয়ে পড়ছেন যাত্রীরা।
এমটিনিউজ২৪/এমআর/এসএম