বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১৯:১৮

মহাকাশ ব্যবস্থায়ও ভারতের বিরু'দ্ধে হা'মলা চালিয়েছে চীন

মহাকাশ ব্যবস্থায়ও ভারতের বিরু'দ্ধে হা'মলা চালিয়েছে চীন

আন্তর্জাতিক ডেস্ক: শুধু সীমান্ত নয়, মহাকাশ ব্যবস্থায়ও ভারতের বিরু'দ্ধে হা'মলা চালিয়েছে চীন। ২০০৭ সাল থেকে ২০১৮ সালের মধ্যে একাধিকবার ভারতের বিরু'দ্ধে সাইবার আ'ক্রমণ চা'লায় তারা। এছাড়া ২০১৭ সালে ভারতীয় স্যাটেলাইট কমিউনিকেশন ব্যবস্থার ওপরও হা'মলা চালিয়েছিল চীন।

মার্কিন যুক্তরাষ্ট্রের এক প্রতিবে'দন থেকে এমনই চা'ঞ্চল্যকর ত'থ্য সামনে এলো। লাদাখে সেনা সংঘা'তে ভারত এবং চীনের মধ্যে উ'ত্তেজনা ক্রমশ বাড়ছে। তার মধ্যে মহাকাশে চীনের এমন আগ্রা'সন দুই দেশের সম্পর্কে নতুন তি'ক্ততা তৈরি করবে বলে মনে করা হচ্ছে।

আমেরিকাভিত্তি'ক থিঙ্ক ট্যাংক চায়না অ্যারোস্পেস স্টাডিজ ইনস্টিটিউটের (সিএএসআই) ১৪২ পৃষ্ঠার প্রতি'বেদন অনুসারে, ২০০৭ সাল থেকে ২০১৮ পর্যন্ত ভারতে একা'ধিকবার সাইবার আ'ক্রমণ করেছে চীন।

তবে ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত মহাকাশে ভারতের বিরু'দ্ধে একটি নির্দিষ্ট লক্ষ্যের ওপর স্থির করে রেখেছিল এই প্রতিবেশী দেশটি। শুধু তাই নয়, ২০১৭ সালে ভারতীয় স্যাটেলাইট নেটওয়ার্কের ওপর কম্পিউটার হা'নার চেষ্টা চালায় বেইজিং।

ভারতের বিরু'দ্ধে চীনের সাইবার হা'মলার খবরের সত্যতা স্বী'কার করে নিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তবে চীনের কোনো চেষ্টা সফল হয়নি বলে জানিয়েছে সংস্থাটি। ২০১৯ সালে অ্যান্টি-স্যাটেলাইট মিসাইল প্র'যুক্তি তৈরি করেছে ভারত। এই প্র'যুক্তি শত্রু দেশের উপগ্রহ ধ্বং'স করতে সক্ষম।

গত জুন থেকে লাদাখ সীমান্তে দুই দেশের সৈন্যদের মাঝে ব্যাপক উ'ত্তেজনা তৈরি হয়। বিতর্কিত এই সীমা'ন্তে চীনা-ভারতীয় সেনাবাহিনীর র'ক্তক্ষয়ী সংঘা'ত হয় গত ১৫ জুন। ওইদিন হা'তাহা'তি, কি'ল-ঘু'ষি লাথিতে ভারতের অন্তত ২০ সৈন্য নিহ'ত হয়। কয়েক দশকের মধ্যে প্রথম প্রাণঘা'তী এই সংঘা'তে চীনা সৈন্যরাও হ'তাহ'ত হয়েছেন বলে দাবি করে ভারত। যদিও বেইজিং এ ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি।

হিমালয় অঞ্চলে প্রতিবেশী দুই দেশের সীমা'ন্ত বি'রোধ কয়েক দশক ধ'রে চলে এলেও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি বেইজিং-দিল্লি। গত জুনের ওই সংঘা'তের পর থেকে সামরিক ও কূটনৈতিক পর্যায়ে দ'ফায় দ'ফায় বৈঠক হলেও উ'ত্তেজনা কমেনি; বরং সময়ে সময়ে উ'ত্তেজনায় যু'ক্ত হয়েছে নতুন মাত্রা।

সর্বশেষ দিন দুয়েক আগে দুই দেশের সেনাবাহিনীর সিনিয়র কমান্ডারদের মধ্যে ১৪ ঘণ্টার ম্যারাথন বৈ'ঠকের সিদ্ধা'ন্ত অনুযায়ী, পূর্ব লাদাখের বিতর্কিত সীমানায় দু-দেশের কেউই এর মধ্যে আর নতুন করে সেনা পাঠাবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে