বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৮:২১:৫৬

জাকির নায়েকের পিস টিভি ও ইউটিউব চ্যানেল নি'ষি'দ্ধ

জাকির নায়েকের পিস টিভি ও ইউটিউব চ্যানেল নি'ষি'দ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘদিন মালয়েশিয়াতে অবস্থান করা আলো'চিত ও স'মালো'চিত ইসলামিক বক্তা ড. জাকির নায়েকের পিস টিভি, পিস টিভি মোবাইল অ্যাপ ও ইউটিউব চ্যানেল নি'ষি'দ্ধ করছে ভারত সরকার। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি এ খবর জানিয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ধর্মীয় স্প'র্শকা'তর বক্তব্যের কারণে পিস টিভি, পিস টিভি মোবাইল অ্যাপ ও ইউটিউব চ্যালের ওপর নিষে'ধা'জ্ঞা আ'রো'প করা হচ্ছে। জাকির নায়েকের বি'রু'দ্ধে অ'ভিযো'গ, তিনি নিজের একা'ধিক সোশ্যাল মিডিয়া প্লা'ট'ফর্মের মাধ্যমে ধর্মীয় বি'দ্বে'ষে উ'সকা'নি দিয়েছেন।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমের খবরে বলা হয়, জাকির নায়েক তার একাধিক সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে মুসলিম যুবকদের নিয়োগ করে তাদের মধ্যে ভারত-বিরো'ধী মনো'ভাব গড়ে তুলছেন এবং ভারতবি'রো'ধী কাজে উ'স'কা'নি দিচ্ছেন।

ভারতের গোয়ে'ন্দারা জানিয়েছেন, বিভিন্ন জিহা'দি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রয়েছে জাকির নায়েকের। তিনি একাধিক জিহা'দি সংগঠনের কাছ থেকে আর্থিক সাহায্য পান। বর্তমানে মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছেন জাকির নায়েক। উল্লেখ্য, ভারতে এনআইএর মোস্ট ওয়ান্টেডের তালিকায় রয়েছেন জাকির নায়েক। সূত্র : জি নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে