বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২৫:২১

দিল্লিকে প্যারিসের ধো'কা, রাফায়েল নিয়ে ভারতের শ'র্ত পূরণ করছে না ফ্রান্স

দিল্লিকে প্যারিসের ধো'কা, রাফায়েল নিয়ে ভারতের শ'র্ত পূরণ করছে না ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা 'ডিফে'ন্স রিসা'র্চ অ্যান্ড ডেভে'লপমেন্ট অর্গা'না'ইজেশন' (ডিআরডিও)-র সঙ্গে সম্পাদিত ''অ'ফসে'ট চু'ক্তি''র শ'র্ত পালন করছে না ফ্রান্সের দাসো অ্যা'ভিয়েশন। সম্প্রতি, ভারতের সংসদে জমা দেয়া এক রিপো'র্টে এই ত'থ্য জানিয়েছে ক'ম্পট্রো'লার অ্যান্ড অডিটর জে'নারেল (সিএজি)।

ফরাসি বিমান নির্মাতা সংস্থা দাসো অ্যাভিয়েশনের সঙ্গে নরেন্দ্র মোদি সরকারের 'অফসেট চুক্তি' (দেশীয় সংস্থাকে প্রযু'ক্তি হ'স্তা'ন্তর করে য'ন্ত্রাং'শ নির্মাণ) সং'ক্রা'ন্ত প্র'ক্রি'য়া কেন এখনো সম্পন্ন হয়নি, তা নিয়ে প্রশ্ন তো'লা হয়েছে সিএজি রিপোর্টে। রাফায়েল কেনার শ'র্ত অনুযায়ী চু'ক্তির মোট অ'ঙ্কের একাংশ প্রত্য'ক্ষ বিদেশি বিনিয়োগ হিসেবে ভারতে আসার কথা। কিন্তু ফরাসি সংস্থাটির তরফে ‌সেই প্রতি'শ্রু'তি পালনের উদ্যো'গ দেখা যায়নি।

সংসদে অধিবেশনের অন্তিম পর্বে এই রিপো'র্ট পেশ করা হয়েছে। ফলে এ বিষয়ে সংসদে বিত'র্কের অ'বকা'শ আর নেই। ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রায় ৫৮ হাজার কোটি টাকার বিনিময়ে ৩৬টি রাফায়েল যু'দ্ধবিমান ও তাতে ব্যবহৃত অ'স্ত্র কেনার জন্য দাসো অ্যাভিয়েশন ও ইউরোপীয় ক্ষে'পণা'স্ত্র নির্মাতা সংস্থা এমবিডিএর সঙ্গে কেন্দ্রের আলোচনা চূ'ড়া'ন্ত হয়েছিল। এরপর সই হয় চু'ক্তি।

সিএজি তার রিপো'র্টে বলেছে, দাসো এবং এমবিডিএ সংস্থা প্রাথমিকভাবে প্রস্তাব দিয়েছিল, চু'ক্তির শ'র্তের ৩০ শতাংশ পূরণ করতে তারা ডিআরডিও-কে উন্নত মানের প্রযু'ক্তি দেবে। ডিআরডিও হালকা ওজনের যু'দ্ধবিমানের জন্য 'কাবেরি' নামক ইঞ্জিন তৈরি করতে এই প্রযু'ক্তিগত সাহায্য চেয়েছিল। সংসদে পেশ করা রিপো'র্টে সিএজি জানিয়েছে, এখনও পর্যন্ত দাসো এই প্রযু'ক্তিগত সাহায্য দেয়নি। 

এমনকি, এ বিষয়ে নি'শ্চি'ত করে কিছু বলেওনি। বহু ক্ষেত্রেই বিদেশি সংস্থা চু'ক্তি সইয়ের সময় দেশীয় সংস্থাকে বরাত দেয়ার প্র'তিশ্রু'তি দিলেও সে বিষয়ে দা'য়ব'দ্ধতা দেখায় না বলে সিএজির অভিযোগ। এই পরি'স্থিতিতে প্রতির'ক্ষা মন্ত্রণালয়কে চু'ক্তির সময় তার বাস্তবায়নের সম্ভাবনা ভালোভাবে প'র্যালো'চনার পরা'মর্শ দেয়া হয়েছে রিপো'র্টে।

যদিও ভারতরে প্র'তির'ক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, করোনা পরি'স্থিতির কারণে অ'ফসেট-বা'ধ্যবা'ধকতা পূরণে কিছুটা দেরি হচ্ছে বলে দাসোর পক্ষ থেকেই ইতিমধ্যেই 'বার্তা' দেয়া হয়েছে। কিন্তু করোনা পরি'স্থিতির মধ্যেই ফ্রান্স থেকে উড়ে এসে ভারতীয় বিমানবা'হি'নীতে যোগ দিয়েছে পাঁচটি রাফায়েল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে