শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩০:৪৪

ইসরায়েল ইস্যুতে এবার ডোনাল্ড ট্রাম্পকে এক হাত নিলেন সৌদি প্রিন্স

ইসরায়েল ইস্যুতে এবার ডোনাল্ড ট্রাম্পকে এক হাত নিলেন সৌদি প্রিন্স

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সঙ্গে আরব আমিরাত ও বাহরাইনের স্বাভাবিক সম্পর্ক তৈরিতে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা নিয়ে প্র'শ্ন তুলেছেন সৌদি আরবের প্রিন্স তুরকি আল ফয়সাল। গত বুধবার যুক্তরাষ্ট্রের সিএনবিএস চ্যানেলকে দেওয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে তুরকি বিন আল ফয়সাল বিন আবদুল আজিজ বলেন, ''ফিলিস্তিন রাষ্ট্রের ইস্যুতে ট্রাম্প সৎ ছিলেন না।'' 

সৌদির সাবেক গো'য়ে'ন্দা বিভাগীয় প্রধান ও কূ'টনী'তিবিদ তুরকি বলেন, ''তার বাবা বাদশাহ ফয়সাল বিন আবদুল আজিজ (১৯৬০-১৯৭০ সালে সৌদি আরবের শা'সক) চু'ক্তি বিষয়ে হ'তা'শ ছিলেন, অথচ ফিলিস্তিনের কোনো সমা'ধান না করে ইসরায়েলের সঙ্গে আরব আমিরাত ও বাহরাইন এ চু'ক্তি স্বাক্ষর করে।''

তুরকি আরু বলেন, ''আমার একথা বলাও জ'রু'রি যে প্রেসিডেম্প ট্রাম্প কোনো সৎ মধ্য'স্থতাকারী নন। এতেকরে আমার বিশ্বাস মরহুম বাদশাহ আশাহ'ত হন। ১৯৭৩ সালের রমজান মাসে ইসরায়েলকে সহায়তা করায় (বাদশাহ ফয়সাল) যুক্তরাষ্ট্রের ওপর তেল নি'ষে'ধা'জ্ঞা আ'রো'প করেন। যাতে আরব ও ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্র একজন সৎ মধ্য'স্থতাকারীর ভূমিকা পালন করে।''

ফিলিস্তিন বিষয়ে সৌদির ভূমিকা বিষয়ে তুরকি বলেন, ''সৌদি আরব এখনও আরব পিস ইনিশিয়েটিভ এবং জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে প্রতিশ্র'তিব'দ্ধ।'' উল্লেখ্য, ১৯৬০ ও ১৯৭০-এর দশকে সৌদি আরব শা'সন করেন বাদশাহ ফয়সাল। ১৯৭৩ সালের অক্টোবরের যু'দ্ধের সময় ইসরায়েলকে সহায়তা করার সিদ্ধান্তে আমেরিকার ওপর তেল নি'ষে'ধা'জ্ঞা আ'রো'প করে। সূত্র : সিএনবিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে