শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫২:৫৫

ইসরাইলের সঙ্গে এই চু'ক্তি ইসলামের ক্ষ'তিসাধনের হা'তিয়ার : শীর্ষ ইসলামি স্কলার

ইসরাইলের সঙ্গে এই চু'ক্তি ইসলামের ক্ষ'তিসাধনের হা'তিয়ার : শীর্ষ ইসলামি স্কলার

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের সঙ্গে সং'যু'ক্ত আরব আমিরাত এবং বাহরাইনের চু'ক্তি নিয়ে কথা বলেছেন একজন শীর্ষ ইসলামি স্কলার। তিনি বলেন, ইহুদিবা'দীদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চু'ক্তি ইসলামের ক্ষ'তিসা'ধন এবং মুসলিম দেশগুলোর ওপর আ'ধিপ'ত্য বিস্তারের হা'তি'য়ার।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর মুসলিম স্কলার্সের (আইইউএমএস) মহাসচিব আলি আল-কারাদাঘি বলেন, ''ইসলামকে উ'পড়ে ফেলা, মুসলমানদের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক মেধাসত্ব পুনঃঅ'ধিক'রণের জন্য নানারকম ষ'ড়য'ন্ত্র চলছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বলেন, ষড়যন্ত্রের একটি হলো- 'আব্রাহাম বিশ্বাস' নামে চ'ট'কদার নতুন ধর্ম তৈরি। এর সঙ্গে একে'শ্বরবাদী ধর্মগুলোর কোনো সম্পর্ক নেই। এটি একে'শ্ববা'দীদের ধর্মবিশ্বাসের ভি'ত্তিকে দু'র্ব'ল করে।

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্য'স্থতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চু'ক্তি করে আমিরাত এবং বাহরাইন। এসব চু'ক্তির আনুষ্ঠানিক নাম দেয়া হয় 'আব্রাহাম একর্ডস পিস অ্যাগ্রিমেন্ট।' ফিলিস্তিনিরা এসব চু'ক্তির তী'ব্র নি'ন্দা জানিয়ে বিশ্বা'সঘা'ত'কতা বলে আ'খ্যা দিয়েছেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে