শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৯:৪১

সবচেয়ে বেশি ভ্যাকসিন তৈরি করোনা থেকে বিশ্বকে উদ্ধার করবে ভারত : মোদি

সবচেয়ে বেশি ভ্যাকসিন তৈরি করোনা থেকে বিশ্বকে উদ্ধার করবে ভারত : মোদি

আন্তর্জাতিক ডেস্ক : করোনার ভ্যাকসিন নিয়ে পরীক্ষা শেষ হলেই তা বড় আকারে উত্‍পাদন শুরু করবে ভারত। সকলে যাতে ওই প্রতিষে'ধক পান, তার ব্যবস্থা করবে। বিশ্বকে করোনা সং'ক'ট থেকে উ'দ্ধা'র করব আমরাই। শনিবার জাতিসংঘের ভার্চুয়াল সাধারণ সভায় এমনই দাবি করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

জাতিসংঘের কাছে তিনি আবেদন জানান, করোনা অতিম'হামা'রীর মো'কাবি'লা করার জন্য আরও উদ্যোগ নিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, 'আমরা হব বিশ্বের সবচেয়ে বেশি ভ্যাকসিন প্রস্তুতকারী দেশ। আমাদের যে পরিমাণ ভ্যাকসিন উত্‍পাদন ও সরবরাহ করার ক্ষমতা আছে, তা সমগ্র মানব জাতিকে করোনা সং'ক'ট থেকে উদ্ধারের পথ দেখাবে।' 

পরে তিনি বলেন, 'আমরা ভ্যাকসিন নিয়ে তৃতীয় দফার পরীক্ষা চালিয়েছি।' গত ১৫ অগাস্টের ভাষণে মোদী বলেছিলেন, ভারতে তিনটি ভ্যাকসিন এখন পরীক্ষার নানা স্তরে রয়েছে। তার কথায়, 'যখন বিজ্ঞানীরা বলবেন ভ্যাকসিন তৈরি হয়ে গিয়েছে, আমরা বড় আকারে উত্‍পাদন শুরু করব। সেজন্য আমাদের নির্দিষ্ট পরিক'ল্প'না আছে। কীভাবে ন্যূনতম সময়ে প্রত্যেক ভারতীয়ের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়া যাবে, তার রোডম্যাপ তৈরি হয়ে গিয়েছে।' সূত্র : দ্য ওয়াল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে