রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০২:১৪:৪৫

নদী থেকে উঠে আসছে এক একটা কুমির, এলাকায় আত'ঙ্ক!

নদী থেকে উঠে আসছে এক একটা কুমির, এলাকায় আত'ঙ্ক!

আন্তর্জাতিক ডেস্ক: নদী থেকে উঠে আসছে এক একটা কুমির ছানা! আর এতেই আত'ঙ্ক ছ'ড়িয়ে পড়েছে ভারতের পূর্ব মেদিনীপুরের নদী উপকূল অঞ্চলে। কিছুদিন আগেই আরেক অঞ্চল খেজুরিতে পরপর দুটি কুমির ছানা উঠে আসে নদী থেকে।

শনিবার জেলার পশ্চিম এলাকা পটাশপুর থেকে উ'দ্ধা'র হয়েছে আরও একটি বাচ্চা কুমির! জেলার উপকূল এলাকায় এভাবে একের পর এক কুমির ছানা উ'দ্ধা'রের ঘ'টনায় ধোঁ'য়াশা বাড়ছে জীববিদদের মধ্যে।  পরপর কুমির ছানা গুলি কিভাবে এইসব নদীতে ঢু'কে পড়ল, তা নিয়ে চর্চা চ'লছে রাজ্যে।

পরপর তিন তিনটে কুমির ছানার স'ন্ধা'ন পেয়ে অ'বাক হচ্ছেন সকলেই। সবগুলোরই স'ন্ধা'ন এ করোনা লকডাউন সময়কালেই পাওয়া গেছে বলে প্রাকৃতিক সুপরিবেশের সুফল কিনা তাও ভাবাচ্ছে জীববিদদের।

পটাশপুরের খরিগেরিয়ার কাছে মাছ ধ'রতে গেই এক মৎস্যজীবির জালে ধ'রা পড়ে কুমির ছানাটি। প্রথমে এটিকে গোসাপ জাতীয় ভেবেছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু জীববিদরা জানান-ঘড়িয়াল বা অন্যকিছু নয় এটি প্রকৃত কুমিরই।

এদিকে এসবের মধ্যেই কুমির ছানা নিয়ে স্থানীয়রা আ'তঙ্কি'ত হচ্ছেন। তাদের আশ'ঙ্কা, নদীতে ধ'রা পড়া কুমির ছানার মা কুমির থাকতে বি'পদ!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে