রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০৬:৪৯

নর্দমা পরিষ্কার করতে গিয়ে ধরা পড়ল দৈত্যাকার ইঁদুর! সাইজ দেখে চোখ ছানাবড়া সবার

 নর্দমা পরিষ্কার করতে গিয়ে ধরা পড়ল দৈত্যাকার ইঁদুর! সাইজ দেখে চোখ ছানাবড়া সবার

আন্তর্জাতিক ডেস্ক : এত বড় ইঁদুর! সম্ভব নাকি! দূর থেকে দেখে প্রথমে দুহাত দিয়ে প্রথমে চোখ মুছছিলেন পরিচ্ছ'ন্নতাকর্মীরা। তারপরও তারা যা দেখলেন তাতে হা হয়ে যেতে হয়। একটি দৈত্যাকার ইঁদুর বসে রয়েছে নর্দমার পানির উপর। বি'রাট আকারের ইঁদুর।

ভ'য়ে হাঁটু কাঁ'পতে শুরু করেছিল পরিচ্ছ'ন্নতাকর্মীদের। তবে শেষমেশ সেই ইঁদুরটিকে নর্দমা থেকে টে'নে বাইরে আনা হয়। তার পরই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়। দেখতে অবিকল আসল ইঁদুরের মতো হলেও সেটি আদতে আসল নয়। নক'ল ইঁদুর। তবে দেখে সেটা বোঝার বিন্দুমাত্র উপায় নেই। এত অসাধারণ হাতের কাজ।

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির ঘ'টনা। সেখানেই একটি পয়ঃনি'ষ্কা'শন নালা পরিষ্কার করতে গিয়ে বিশালাকার ইঁদুরটিকে দেখতে পান সাফাইকর্মীরা। এত বড় ইঁদুর দেকে প্রথমে চোখ ছানাবড়া হয়ে যায় সবার। পয়ঃনি'ষ্কা'শন নালা থেকে শেষ পর্যন্ত ইঁদুরটিকে বে'র করেন তারা।

জানা যায়, কাপড় ও তুলা দিয়ে কেউ বা কারা তৈরি করেছিল সেই ইঁদুর। হ্যালোইনের জন্য সেই দৈত্যাকার ইঁদুর বানানো হয়েছিল। এরপর সেটিকে ফে'লে দেওয়া হয়। কোনোভাবে সেই বিরাট ইঁদুর এসে আ'টকে যায় ন'র্দমা'র ওই অংশে। যার জে'রে ওই নর্দমার পয়'নি'ষ্কা'শন ব্যবস্থাও ক্ষ'তিগ্র'স্থ হয়েছিল।

ইঁদুরটিকে রাস্তার উপর রেখে পানি দিয়ে পরিষ্কার করেছেন কর্মীরা। সেই বিরাট ইঁদুর দেখতে ভিড় জমেছে। অনেকেই সেই ইঁদুরের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
অনেকেই বলেছন, দেখে বোঝার উপায় নেই যে এটা ন'কল ইঁদুর। এরই মধ্যে জানা যায়, একজন নারী সেই ইঁদুরটি নিজের বলে দা'বি করেছেন। ইঁদুরটি তিনি বানিয়েছেন বলে দা'বি করেছেন।

তিনি আরো জানিয়েছেন, ইঁদুরটি তিনি ফে'লেননি। হা'রিয়ে গিয়েছিল। লোপেজ নামের সেই মহিলা দা'বি করেছেন, বছরখানেক আগে বানানো সেই ইঁদুর একদিন নর্দমায় পড়ে যায়। তারপর বৃষ্টির পানিতে সেটি ভে'সে যায়। এরপর তিনি একাধিকবার কর্তৃপক্ষকে নালা পরিষ্কারের আবেদন করলেও কেউ আসেনি। এমনই দা'বি করেছেন তিনি। জিনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে