রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০৬:০৮:০৩

সনাতন হিন্দু ভারতই ভারত নয়, মুসলিম প্রভাবও গুরুত্বপূর্ণ : অমর্ত্য সেন

সনাতন হিন্দু ভারতই ভারত নয়, মুসলিম প্রভাবও গুরুত্বপূর্ণ : অমর্ত্য সেন

আন্তর্জাতিক ডেস্ক : প্রাচীন ভারতের শিক্ষাভাবনার আদর্শ অনুসরণ মানে কি  প্রাচীন ভারতের একটি দিক তুলে ধরা?  ২০২০ এর নতুন জাতীয় শিক্ষানীতি প্রসঙ্গে ওয়েবিনারের আসরে শনিবার সন্ধ্যায় এই প্রশ্ন করেন অমর্ত্য সেন। নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, প্রাচীন ভারতের আদর্শ বলতে শুধু সনাতন শিক্ষার কথা মনে রাখব, কিন্তু ভারতের সামগ্রিক ইতিহাসের ধা'রা উপেক্ষা করব, এটা ঠিক নয়।

ভারতের ভাবাদর্শের এই ব'হমা'নতা প্রসঙ্গে চার্বাক দর্শন থেকে মুসলিম প্রভাবের কথাও বলেন অমর্ত্য। তিনি বলেন, প্রাচীন ভারতে সনাতন ধর্ম যেমন ছিল, তেমনই লোকায়ত বা চা'র্বাকের পর'ম্পরাও ছিল। তার মধ্যে ঈশ্বরহী'নতা, ধর্মহী'নতা বা ধর্মবিরো'ধিতা এবং সম্পূর্ণ যু'ক্তিনি'ষ্ঠ বিশ্লেষণও গুরুত্বপূর্ণ। ভারতের আদর্শের প্রতি এক'নিষ্ঠ হওয়া কখনও সেই আদর্শের একটি ধা'রার প্রতি একনি'ষ্ঠ থাকা নয়। পশ্চিমি দেশগুলির স্কুলশিক্ষা শুধু বাইবেলের গসপেল আঁ'কড়ে বসে থাকা নয়, গ্যালিলিয়োর মতো বিজ্ঞানীদের কথাও তাতে গুরুত্বপূর্ণ। এরই সূ'ত্র ধ'রে তিনি বলেন, এ দেশে মুসলিম প্রভাবও গুরুত্বপূর্ণ। 

শিক্ষা নীতি-সং'ক্রা'ন্ত আলোচনায় এ দিন প্রধানত প্রাথমিক ও প্রাক-স্কুল স্তরের শিক্ষা নিয়েই কথা বলেন শিক্ষাবিদেরা। নতুন শিক্ষা নীতিতে প্রাথমিক শিক্ষা বা অঙ্গনবাড়ি কেন্দ্রের শিক্ষার গুরুত্বের কথা বলা হলেও বাস্তব চিত্রটি অত্যন্ত করুণ। এ দেশের স্কুলস্তরে বেসরকারি শিক্ষার দিকে ঝোঁ'কের প্র'ব'ণতা নিয়েও অমর্ত্য আ'ক্ষে'প করেছেন। তিনি বলেন, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ ছাড়া বাকি প্রায় সব দেশের থেকেই বেসরকারি স্কুলশিক্ষার দিকে ঝোঁ'ক বেশি ভারতের। অমর্ত্যর মতে, ''শিক্ষা বেসরকারি স্কুলনির্ভর হলে, তা পণ্য হয়ে ওঠে। সরকারি পরিষেবা বা নাগরিকের অধিকার থাকে না। এই বিষয়টা ইউরোপের বিভিন্ন দেশ তো বটেই, জাপান, তাইওয়ান, কোরিয়া, চীন সকলেই বুঝেছে। সরকারি স্কুলের নেটওয়ার্ক গড়ার কাজটা খুব জরুরি।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে