রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ১২:৩৯:৫৫

স্ব-মহিমায় জার্মানিতে ফিরছেন হিটলার!

স্ব-মহিমায় জার্মানিতে ফিরছেন হিটলার!

আন্তর্জাতিক ডেস্ক : ৭০ বছর পর। তিনি আবার ফিরে আসছেন। যাকে বলে, একেবারে স্ব-মহিমায়! ফিরে আসছে ‘মাইন কাম্ফ’ (আমার সংগ্রাম)। একেবারে প্রকাশ্যে, খোলা বাজারে। যে কেউ কিনতে পারবেন, বেচতে পারবেন হিটলারের সেই বিখ্যাত বা কুখ্যাত আত্মজীবনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বাভিরিয়া সরকার ওই বইটির পুনর্মুদ্রণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। বইটির কপিরাইট ছিল বাভিরিয়া সরকারেরই। সেই কপিরাইটের মেয়াদ এ বার ফুরিয়ে গেল। ফলে ওই বইটি এ বার যে কেউ ছাপতেও পারবে। টানা সত্তর বছর পর আগামী সপ্তাহে মিউনিখের ‘ইনস্টিটিউট অফ কনটেম্পোরারি হিস্ট্রি’ বইটির নতুন সংস্করণ বাজারে আনছে। আর বইটির সেই নতুন সংস্করণ একই সঙ্গে বহু দেশে প্রকাশিত হবে। ‘মাইন কাম্ফ’ প্রথম প্রকাশিত হয়েছিল ১৯২৫ সালে, হিটলারের ক্ষমতায় আসার আট বছর আগে। ৩ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে