সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫৯:১৭

দ'খল ও নির্ম'মতার বিরুদ্ধে বিশ্বকে আজারবাইজানের পাশে থাকার আহ্বান জানাচ্ছি: এরদোয়ান

দ'খল ও নির্ম'মতার বিরুদ্ধে বিশ্বকে আজারবাইজানের পাশে থাকার আহ্বান জানাচ্ছি: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক : আর্মেনিয়া ও আজারবাইজানের সংঘ'র্ষের ঘটনায় আর্মেনীয়দের নিজ দেশের শাসকদের বিরু'দ্ধে রু'খে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। রোববার টুইটারে এমন আহ্বান জানান তিনি। 

প্রতিবেশী দুই দেশের সংঘা'তে আর্মেনিয়ার নি'ন্দা জানিয়েছে তুরস্ক। দেশটির পক্ষ থেকে এই হা'মলাকে আজারবাইজানের বিরু'দ্ধে উসকা'নি বলে উল্লেখ করা হয়েছে।

টুইটারে এরদোয়ান আরও লিখেছেন, দ'খল ও নির্ম'মতার বিরুদ্ধে বিশ্বকে আজারবাইজানের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আজারবাইজানের পাশে ক্রমবর্ধমান সংহতি তুরস্ক অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন এরদোয়ান।  রোববার ভ'য়াবহ যু'দ্ধে জড়িয়ে পরে আর্মেনিয়া ও আজারবাইজান। এখন পর্যন্ত যু'দ্ধে অন্তত ২৩ জনের মৃ'ত্যুর খবর পাওয়া গেছে। এতে আ'হত হয়েছে আরো শতাধিক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে