সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩৯:৩৯

আজারবাইজানে ৪ হাজার ইসলামী যো'দ্ধা পাঠিয়েছে তুরস্ক : আর্মেনিয়া

আজারবাইজানে ৪ হাজার ইসলামী যো'দ্ধা পাঠিয়েছে তুরস্ক : আর্মেনিয়া

আন্তর্জাতিক ডেস্ক : বি'চ্ছি'ন্ন নাগরনো-কারাবাখ অঞ্চলে বাকুর হয়ে ইয়েরেভানের বি'পক্ষে ল'ড়া'ইয়ের জন্য উত্তর সিরিয়ার থেকে ৪ হাজার ইসলামী যো'দ্ধাকে আজারবাইজানে পাঠিয়েছে তুরস্ক। সোমবার ইন্টারফেক্স নিউজ এজেন্সিকে এ ত'থ্য জানিয়েছেন রাশিয়ায় নিযু'ক্ত আর্মেনিয়ার রাষ্ট্রদূত।

আর্মেনিয়ার রাষ্ট্রদূত জানান, ''নাগরনো-কারাবাখের যু'দ্ধে অংশ নিয়েছে ইসলামী যো'দ্ধারা। অঞ্চলটি আজারবাইনের। কিন্তু আর্মেনিয়ার সহায়তায় দ'খ'ল করে আছে আর্মেনিয়ো আদিবাসীরা।'' আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যু'দ্ধ শুরু পর এ পর্যন্ত তাদের ৬ বেসামরিক নাগরিক নিহ'ত হয়েছে। আহ'ত হয়েছে ১৯ জন।

আল জাজিরার রবিন ফরস্টিয়ার-ওয়াকার। যিনি দী'র্ঘদি'ন ধ'রে আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যকার সং'ঘা'ত প'র্যবে'ক্ষণ করছেন। বলেন, বি'চ্ছি'ন্ন নাগরনো-কারাবাখের ত'থাক'থিত লাইন অব কনটাক্টে সং'ঘা'ত অ'ব্যাহ'ত হয়েছে। ল'ড়া'ইয়ে গো'লাবা'রু'দ, রকেট এবং ড্রোন মোতায়েন করেছে দু'পক্ষ। জর্জিয়ার তিবিলিস থেকে জানান ওয়াকার। বলেন, গতকাল (রোববার ২৭ সেপ্টেম্বর) আমের্নিয়ার প্রকা'শ করা একটি ভিডিওতে আজারবাইজানের একটি ট্যাংক ধ্বং'স হতে দেখেছি আমরা। সুতরাং আমরা বলতে অসংখ্য ভা'রী যু'দ্ধা'স্ত্র ব্যবহার হচ্ছে দু'পক্ষের ল'ড়া'ইয়ে।''

নাগরনো কারাবাখে ছড়িয়ে পড়া ল'ড়া'ইয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন মার্কিন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। দ্রুত সং'ঘা'ত ব'ন্ধ, যু'দ্ধবিরতি পুন:স্থাপন এবং আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে পুনরায় আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন তিনি। এক বিবৃতিতে ট্রাম্প প্রশাসনকে শান্তিপূর্ণ সমা'ধানের লক্ষ্যে কূ'টনৈ'তিক প্রচেষ্টা ত্বরা'ন্বিত এবং রাশিয়ার প্রতি উভয় পক্ষকে অ'স্ত্র সরবরাহ ব'ন্ধের আহ্বান জানিয়েছেন সাবেক এ ভাইস প্রেসিডেন্ট।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ''ওয়াশিংটন ওই অঞ্চলে যু'দ্ধ ব'ন্ধে চেষ্টা করবে। বিষয়টি খুবই গ'ভী'রভাবে পর্যবেক্ষণ করছি আমরা।'' সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ''ওই অঞ্চলের অনেকের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। আমরা দেখছি; যদি যু'দ্ধ থামানো যায়।''

নাগরেনো কারাবাখের কর্মকর্তা জানিয়েছেন, তাদের আরো ১৫ সেনা নি'হ'ত হয়েছে। যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। এর আগে বিচ্ছিন্ন অঞ্চলের নেতা অ্যারিয়াক হারুটিউয়ান জানিয়েছিলেন, যু'দ্ধের তী'ব্র'তা বাড়ার কারণে আজারবাইজানের বা'হি'নীর কাছে রোববার তাদের বা'হি'নী কিছু ভূমি হা'রিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে