মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:১০:৪০

প্রেস বিবৃতিতে সুশান্ত মৃত্যু মামলা নিয়ে অবশেষে মুখ খুললো সিবিআই!

প্রেস বিবৃতিতে সুশান্ত মৃত্যু মামলা নিয়ে অবশেষে মুখ খুললো সিবিআই!

আন্তর্জাতিক ডেস্ক : দিশা হা'রাচ্ছে সুশান্তের মৃ'ত্যুর তদ'ন্ত। সিবিআই থেকে গোটা মামলা এখন সরে গিয়েছে এনসিবির তদ'ন্তে- বলিউডের মা'দকযোগ নিয়েই চলছে যাবতীয় মিডিয়া কভারেজ। গত কয়েকদিন ধ'রেই এই বিষয় নিয়ে অস'ন্তুষ্ট সুশান্তের পরিবার ও অ'নুরা'গীরা। প্রয়াত অভিনেতার মৃত্যুর বিচার চেয়ে সিবিআইয়ের কাছে বারবার কা'তর আ'র্জি জানিয়েছে তারা। 

সুশান্তের মৃত্যুর ফরে'নসি'ক রিপো'র্ট কেন এখনও প্রকা'শ্যে আনছে না সিবিআই? প্রশ্ন তাদের। এই সব প্রশ্নের মাঝে সোমবার অবশেষে মুখ খুললো সিবিআই। এদিন প্রেস বিবৃতি জা'রি করে কেন্দ্রীয় তদ'ন্তকারী সংস্থা জানাল, 'পেশাদার ভাবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদ'ন্ত চালাচ্ছে কে'ন্দ্রী'য় তদন্তকারী সংস্থা (সিবিআই)। এই মৃত্যুর সঙ্গে জ'ড়ি'ত প্রত্যেকটি বিষয় খতিয়ে দেখাচ্ছে, এবং কোনওরকম সম্ভাবনাই আমাদের ত'রফে উড়িয়ে দেওয়া হয়নি আজকের তারিখ পর্যন্ত। তদন্ত জারি রয়েছে।

সুশান্ত মামলার গতিপ্রকৃতি নিয়ে দু-দিন আগেই এক সাংবাদিক সম্মেলন করে অ'সন্তো'ষ প্রকা'শ করেছেন অভিনেতার বাবার আইনজীবী বিকাশ সিং। সুশান্তের পরিবারের মতে অভিনেতার মৃত্যুর মামলাকে অন্য পথে ঘো'রানো হচ্ছে। এদিন বিকাশ সিং দাবি করেন, এইমস -এর চিকিৎসক তার কাছে স্বী'কার করেছেন গলা টিপে খু'ন করা হয়েছে সুশান্তকে। 

অথচ এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও বি'বৃ'তি জা'রি করেনি সিবিআই, সামনে আসেনি এইএমস টিমের তৈরি ফরেনসিক রিপোর্ট। ধী'র গতিতে মামলা এগোনোতেও রীতিমতো বি'র'ক্ত তিনি। একই সুরে সুর মেলান সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি। তিনি তিনদিন আগে টুইট করেন, ''আমরা অনেক ধৈর্য ধ'রেছে! আর কতদিন সময় লাগবে সত্যিটা সামনে আসতে?''

সোমবার সিবিআইয়ের তদ'ন্ত নিয়ে অ'স'ন্তু'ষ্টি প্র'কা'শ করে ২রা অক্টোবর থেকে অ'ন'শনে বসার কথা জানিয়েছে সুশান্তের দুই প্রাক্তন কর্মচারী অঙ্কিত আচার্য ও গণেশ। সিবিআই তদ'ন্তের মন্থর গতি নিয়ে এদিন প্রশ্ন তোলে তারাও। উল্লেখ্য গত ১৪ জুন বান্দ্রার কা'র্টার রোডের ফ্ল্যাট থেকে উ'দ্ধা'র হয় সুশান্তের দে'হ। সূত্র : হিন্দুস্তান টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে