চলতি মাসেই কংগ্রেসের সভাপতি হচ্ছেন রাহুল গাঁন্ধী!
আন্তর্জাতিক ডেস্ক : সর্ব-ভারতীয় কংগ্রেস সভাপতি পদে কয়েক দিনের মধ্যেই অভিষেক হতে চলেছে রাহুল গাঁন্ধীর? ভারতের প্রধান বিরোধী দলের শীর্ষ পদ থেকে সরে যাচ্ছেন সনিয়া গাঁন্ধী? নয়াদিল্লির ২৪ নম্বর আকবর রোডের আনাচেকানাচে জল্পনা এখন সে রকমই।
রাহুল এখন ইউরোপ সফরে। ৮ জানুয়ারির পর যে কোনও দিন ফিরতে পারেন তিনি। তার পরই কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকে সভাপতি পদে রাহুলের অভিষেকের কথা ঘোষণা করা হবে বলে এআইসিসি সূত্রের খবর।
সনিয়া গাঁন্ধী ইতিমধ্যেই কংগ্রেস সভাপতি পদে দীর্ঘতম মেয়াদ কাটানোর নজির গড়ে ফেলেছেন। সাড়ে ১৭ বছর তিনি কংগ্রেস সভানেত্রী পদে রয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে সনিয়া বেশ কিছু দিন ধরেই কংগ্রেসের শীর্ষ পদ থেকে সরে দাঁড়াতে চাইছেন। তাই ২০১৩ সালেই রাহুলকে কংগ্রেসের সহ-সভাপতি পদে বসানো হয়। পরবর্তী সভাপতি হিসেবে তাকে তুলে ধরার জন্যই ২০১৩-তে ওই পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু দলের দায়িত্ব পুরোপুরি নিজের কাঁধে নিতে রাহুল কতটা প্রস্তুত, তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে।
কংগ্রেস অবশ্য সে কথা স্বীকার করতে নারাজ। নাম প্রকাশে অনিচ্ছুক এক কংগ্রেস নেতা ভারতের একটি ইংরেজি দৈনিককে জানিয়েছেন, রাহুল গাঁন্ধী এখনই দলের দায়িত্ব নিতে প্রস্তুত। আসামে বিধানসভা নির্বাচন না হওয়া পর্যন্ত সভাপতি পদে রাহুলের অভিষেক হচ্ছে না বলে যে জল্পনা চলছে, তারও কোনও ভিত্তি নেই বলে ওই কংগ্রেস নেতা মন্তব্য করেন।
তার স্পষ্ট ইঙ্গিত, অসমে নির্বাচন হওয়ার আগেই সনিয়া সরছেন এবং রাহুল সভাপতি পদে বসছেন। কংগ্রেস সহ-সভাপতি বিদেশ থেকে ফেরার কয়েকদিনের মধ্যেই এআইসিসি ওয়ার্কিং কমিটি সেই সিদ্ধান্তে সিলমোহর দিতে পারে বলে যা শোনা যাচ্ছে, তা সত্যি হলে জানুয়ারিতেই বদল হচ্ছে দেশের প্রধান বিরোদী দলের শীর্ষ পদে।
৩ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/এসএস/এসবি
�